Ajker Patrika

নাশকতার মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ২৩
নাশকতার মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর বিচার শুরু

পুলিশের কর্তব্য কাজে বাধা, তাদের ওপর হামলা, লাঞ্ছিত করা ও ভাঙচুরের অভিযোগে নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। 

আদালত অভিযোগ পড়ে শোনালে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায় বিচার প্রার্থনা করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ৪০ জনের বিচার কাজ শুরু হলো। 

এর আগে আদালত আসামিদের মামলা থেকে অব্যাহতি আবেদন খারিজ করেন। পরে আগামী ২৩ জুন সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেন বিচারক। 

ঘটনার বিবরণে জানা যায়, মামলায় অভিযোগ করা হয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০১৮ সালের ৭ এপ্রিল সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে বিএনপির একদল নেতা-কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে মিছিল বের করেন। একপর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলা চালান এবং তাদের কর্তব্য পালনে বাধা দেন। এ সময় ৫ জন আহত হন। 

ওই ঘটনায় উপপরিদর্শক রিপন কুমার বিশ্বাস বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রোহিদুল ইসলাম আদালতে সোহেল-টুকুসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ৩২ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। 

নাশকতা সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত