Ajker Patrika

বিএনপি নেতার সঙ্গে ভাইরাল অডিওকে খণ্ডিত বলে দাবি আ.লীগ নেতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০০: ১৮
বিএনপি নেতার সঙ্গে ভাইরাল অডিওকে খণ্ডিত বলে দাবি আ.লীগ নেতার

বিএনপির নেতা রুহুল আমিনের সঙ্গে কথোপকথনের অডিও একটি স্বার্থান্বেষী মহল খণ্ডিত আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিতর্ক করার চেষ্টা করেছেন। এমন দাবি করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।

আজ বুধবার বিকেল চারটায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি এমন দাবি করেন। 

এই ঘটনায় ডিজিটাল আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়ে রোশন আলী মাস্টার বলেন, ‘আমি আওয়ামী লীগের বাচ্চা, আওয়ামী লীগ পরিবারে আমার জন্ম। সাম্প্রতিক সময়ে বিএনপির নেতা-কর্মীসহ একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে এটা করেছে।’

রোশন আলী মাস্টারের দাবি, দেবিদ্বারে ধানের শীষ করে এখন যারা নৌকা করে, তারা রাজাকারের বাচ্চা। কিন্তু প্রচার করা হচ্ছে, যারা নৌকা করে তারা রাজাকারের বাচ্চা। পূর্বের অংশ ফেলে দিয়ে তারা এটা প্রচার করে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। 

রোশন আলী মাস্টার বলেন, সম্প্রতি সময়ে কুমিল্লা জেলার, দেবিদ্বার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল আমিন আমাকে ফোন দেন। ফোন রিসিভ করলে, তিনি পরিচয় দিয়ে কুশল বিনিময় করেন। পরে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া ও তাঁর বিভিন্ন সমস্যার কথা বলেন। ফোনে তিনি অভিযোগ করেন, সে এলাকায় আসতে পারে না। এর উত্তরে বলেছি, আপনারা আন্দোলন করেন না, এলাকায় না এসে শুধু অভিযোগ করেন। আপনারা বিরোধী দল আন্দোলনের মুরোদ নেই, মাঠে নামেন না। আমাদের একচেটিয়া রাজনীতি করতে হয়। বিরোধী দল সব সময় স্ট্রং থাকতে হয়।

আপনারা দেবিদ্বারে কই? আপনারা মিছিল-মিটিং করেন, সুযোগ দেয়, অসুবিধা কী? আপনারা সময় হলে একটু আন্দোলন করেন। রাজনীতি করতে হলে নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব দিতে হলে তো আন্দোলন-সংগ্রাম করতে হবে। এটি শুধু আমার বক্তব্য না আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবও অসংখ্যবার এটা বলেছেন। 

ওই সময় বিএনপি নেতা রুহুল আমিন বলেন, দেবিদ্বারের এমপির নিজ কেন্দ্রে নৌকা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ১৬ ভোট পেয়েছেন। তখন আমি বলেছি, দেবিদ্বারে কিছু অনুপ্রবেশকারী আওয়ামী লীগ নেতা-কর্মী আছে। যারা নৌকা করে তারা সব রাজাকারের বাচ্চা। সম্প্রতি দেবিদ্বারে সুযোগসন্ধানী কিছু লোক আওয়ামী লীগে যোগদান করে বিভিন্ন ধরনের দুর্নীতি করে বেড়াচ্ছে। তাদেরকে আমি রাজাকার বলেছি, এখনো বলব। 

রুহুল আমিন আরও বলেন, ‘বিএনপির নেতারা টাকা খেয়ে আমাকে মনোনয়ন বঞ্চিত করেছে। এর জবাবে বলেছি, কী করবেন এই দেশে রাজনীতি করে, যে দেশে টাকা দিলে নমিনেশন হয়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত