Ajker Patrika

গণতন্ত্র ফেরানো ছাড়া খালেদা জিয়ার মুক্তি অসম্ভব: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫: ২০
গণতন্ত্র ফেরানো ছাড়া খালেদা জিয়ার মুক্তি অসম্ভব: খন্দকার মোশাররফ

দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপিকে নিতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ফিরিয়ে দেবে না। গণতন্ত্র ফেরানোর জন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে। যদি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা অসম্ভব।’

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। 

খন্দকার মোশাররফ বলেন, ‘বাংলাদেশ জাতীয়বাদী দল এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। এটার প্রমাণ, ২০১৮ সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেই আমরা নির্বাচন গিয়েছিলাম। কিন্তু যখন তারা দেখল দিনে যদি জনগণ ভোট দিতে পারে, তাহলে তাদের কোনো পাত্তা থাকবে না। তাই প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করে তারা। এটা বাংলাদেশের সবাই জানে। এইভাবে বাংলাদেশকে গণতন্ত্রশূন্য করে ফেলেছে। এই সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে।’ 

খন্দকার মোশাররফ আরও বলেন, ‘এই সরকার নানাভাবে আমাদের মিটিং-মিছিল করতে দিচ্ছে না। তাই আমরা আজকে সীমিতভাবে এই মিটিং করতে বাধ্য হচ্ছি।’ 

যে দেশে গণতন্ত্র নেই, সেই দেশে মানবাধিকার থাকতে পারে না উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে মানবাধিকার লঙ্ঘিত। আমরা গুমের হিসাব দিয়েছি, বিচারবহির্ভূত হত্যার হিসাব দিয়েছি। বিএনপির বিরুদ্ধে ১ লাখেরও বেশি মামলা, ৩৬ লাখের মতো আসামি। আওয়ামী লীগ মনে করছে, তারা নির্যাতন করে মানুষের মুখ বন্ধ রেখে পার পেয়ে যাচ্ছে। কিন্তু পার কি পেয়েছে? সারা বিশ্ব জেনে গেছে এ দেশে মানবাধিকার নেই। এইটা কোনোভাবে গৌরবের বিষয় নয়, জাতিগতভাবে এটা আমাদের লজ্জার বিষয়।’ 

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে খন্দকার মোশাররফ বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোর জন্য যে প্রস্তাব করা হয়েছে, আমরা এই সভা থেকে এর তীব্র বিরোধিতা করছি। এই সরকার জনগণের সরকার নয়। তারা তেলের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে। জনগণের পকেট থেকে টাকা নিয়ে বড় বড় প্রজেক্ট করে বিদেশে টাকা পাচার করছে। গ্যাসের দাম আর বাড়ানো যাবে না। এই অনাচার থেকে রক্ষা পেতে এই সরকারকে বিদায় করতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি।’ 

ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুল সালাম, রফিকুল আলমসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্যবৃন্দ।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত