নোয়াখালী প্রতিনিধি
ভারত আমাদের চোখ রাঙিয়েছে, লড়াই হলে ভারতের সঙ্গে হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘আমাদের লড়াই হলে ভারতের সঙ্গে হবে, ভারত আমাদের চোখ রাঙিয়েছে, আমরা অস্ত্র যদি ভারত থেকে কিনি, তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি কখনো লড়াই করতে পারবে?’
আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠকদের মতবিনিময় সভায় আবদুল হান্নান মাসউদ এই মন্তব্য করেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘দীর্ঘ সময় ধরে ভারত থেকে তাদের পুরোনো জীর্ণশীর্ণ অস্ত্র বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে আসছে। শেখ হাসিনার আমলে ভারত বারবার এই দেশকে হুমকির দিকে ঠেলে দিতে চোখ রাঙিয়েছে, এই দেশের সশস্ত্র বাহিনীকে তাদের দেশে প্রশিক্ষণ নিতে বাধ্য করে আসছে, এমনকি তাদের পুরোনো ট্যাংক, হেলিকপ্টার যেগুলো তারা ব্যবহার করতে পারছে না, সেগুলো বাংলাদেশের কাছে জোরপূর্বক বিক্রি করত।’
এনসিপি নেতা আরও বলেন, ‘যখন ড. মুহাম্মদ ইউনূস সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার জন্য ভারতের সঙ্গে চুক্তি হওয়া ২১ বিলিয়ন টাকার অস্ত্র কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তখনই একটা গোষ্ঠীর গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে গেছে। তারা বোঝাতে চেয়েছে ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে।’
জেলা সংগঠক মুনতাসির মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, অ্যাডভোকেট হুমায়রা নুর প্রমুখ।
ভারত আমাদের চোখ রাঙিয়েছে, লড়াই হলে ভারতের সঙ্গে হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘আমাদের লড়াই হলে ভারতের সঙ্গে হবে, ভারত আমাদের চোখ রাঙিয়েছে, আমরা অস্ত্র যদি ভারত থেকে কিনি, তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি কখনো লড়াই করতে পারবে?’
আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠকদের মতবিনিময় সভায় আবদুল হান্নান মাসউদ এই মন্তব্য করেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘দীর্ঘ সময় ধরে ভারত থেকে তাদের পুরোনো জীর্ণশীর্ণ অস্ত্র বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে আসছে। শেখ হাসিনার আমলে ভারত বারবার এই দেশকে হুমকির দিকে ঠেলে দিতে চোখ রাঙিয়েছে, এই দেশের সশস্ত্র বাহিনীকে তাদের দেশে প্রশিক্ষণ নিতে বাধ্য করে আসছে, এমনকি তাদের পুরোনো ট্যাংক, হেলিকপ্টার যেগুলো তারা ব্যবহার করতে পারছে না, সেগুলো বাংলাদেশের কাছে জোরপূর্বক বিক্রি করত।’
এনসিপি নেতা আরও বলেন, ‘যখন ড. মুহাম্মদ ইউনূস সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার জন্য ভারতের সঙ্গে চুক্তি হওয়া ২১ বিলিয়ন টাকার অস্ত্র কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তখনই একটা গোষ্ঠীর গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে গেছে। তারা বোঝাতে চেয়েছে ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে।’
জেলা সংগঠক মুনতাসির মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, অ্যাডভোকেট হুমায়রা নুর প্রমুখ।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বাড়ি ভাড়া ভাতা বাড়াতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।
১৯ মিনিট আগেওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। রোববার (১৯ অক্টোবর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১৪ ঘণ্টা আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলের প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগেনির্বাচন কমিশনকে ‘গনিমতের মাল’ হিসেবে সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
১৫ ঘণ্টা আগে