Ajker Patrika

সংবিধানের হাইকোর্ট দেখানোর আগে জুলাই সনদ ঘোষণা করুন: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র শিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
ছাত্র শিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত জুলাই সনদ ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমাদের সংবিধানের হাইকোর্ট দেখানোর আগে জুলাই সনদ ঘোষণা করুন।’

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, ‘আপনারা কোনো স্বাভাবিক পন্থায় ক্ষমতায় আসেননি। হাজারো ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা আজ ক্ষমতায়। আমাদের সংবিধানের হাইকোর্ট দেখানোর আগে জুলাই সনদ ঘোষণা করুন।’

দেশের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস ও মাদকের আখড়ায় পরিণত করা হয়েছে। একের পর এক সংস্কার কমিশন গঠন করা হলেও শিক্ষার মৌলিক সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি।’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলী, মুহাম্মদ কামারুজ্জামানকে ‘জুডিশিয়াল কিলিং’ করা হয়েছে বলে মন্তব্য করেন শিবির সভাপতি।

তিনি বলেন, ‘এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। রক্তচক্ষু ও ভয়ভীতি দেখিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। এই পথচলা অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে। প্রয়োজনে আবার জীবন দেব, তবুও দেশের মাটিতে কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথা তুলতে দেব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত