Ajker Patrika

কেউ ভোট ঠেকানোর চিন্তা করলে খাট-বালিশ থাকবে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২০: ৫৮
কেউ ভোট ঠেকানোর চিন্তা করলে খাট-বালিশ থাকবে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘কেউ যদি চিন্তা করে ভোটকেন্দ্রে ভোট দিতে দেবে না। আমি বলব, আমার এলাকায় কেউ ভুলেও এই চিন্তা করবেন না। নাশকতার চিন্তা করলে তাদের বাড়ির খাট-বালিশ থাকবে না।’ 

আজ শনিবার বিকেলে ফতুল্লার তল্লা এলাকায় নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

নির্বাচন বানচালের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘তবে আমি মনে করি নির্বাচন তারা ঠেকাতে পারবে না। সারা দেশে আনন্দঘন পরিবেশে ভোট হবে। নির্বাচন কমিশন তাদের বিষয়টি দেখবে। মানুষ নাশকতা মেনে নেয় না। ট্রেনে আগুন দেওয়ার ঘটনা মানুষ স্বাভাবিকভাবে নিতে পারেনি। মানুষ যদি খেপে যায় তাহলে বিএনপির জন্য ভয়াবহ হবে।’ 

বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বিএনপিকে একসময় আমি রাজনৈতিক দল ভাবতাম। এখন ওদের কোনো দল মনে করি না। বিএনপি গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যখন দেখছি একজন পুলিশকে হত্যা করা হয়েছে, ছাত্রদলের সাবেক সেক্রেটারি হেলমেট খুলে চাপাতি দিয়ে কোপাচ্ছে। এক মা ও তার সন্তান দুজন আগুনে পুড়ে মারা গেল। এরপর আর মেনে নেওয়া যায় না। এদের এখন সন্ত্রাসী সংগঠন বলা যেতে পারে।’

তিনি বলেন, ‘বিএনপির ছেলেদের জন্য আমার মায়া হয়। আমার এলাকায় বিএনপির অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছে। তাদেরকে লন্ডন থেকে তারেক রহমান বলছে, গাড়িতে আগুন দিয়ে ভিডিও পাঠাতে। এসব ভিডিও আবার আমার কাছেও চলে আসে। প্রশাসন ভিডিও পেয়ে যাচ্ছে। এসব মামলায় যখন তাদের শাস্তি হবে, তখন পরিবার কাঁদবে।’ 

বিএনপির ডাকে কেউ সাড়া দেবে না জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমার মনে হয় না সন্ত্রাসীদের ডাকে সাধারণ মানুষ সাড়া দেবে। সবাই তাদের কার্যক্রম জেনে গেছে। পৃথিবীর বড় পরাশক্তিগুলো চাচ্ছে বাংলাদেশকে ভিন্ন একটি দিকে নিয়ে যেতে। বিএনপি তাদের হয়ে কাজ করছে। তারা ভাবছে পরাশক্তিরা তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত