Ajker Patrika

সিপিবি ও বাসদের নতুন কমিটিকে ডা. জাফরুল্লাহর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিপিবি ও বাসদের নতুন কমিটিকে ডা. জাফরুল্লাহর অভিনন্দন

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার এক অভিনন্দন বার্তায় জাফরুল্লাহ এই অভিনন্দন জানান। 

সম্প্রতি দ্বাদশ কংগ্রেসের মাধ্যমে সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে শাহ আলম এবং রুহিন হোসেন প্রিন্স। 

ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমার প্রত্যাশা সিপিবির নতুন কমিটি তাদের ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’—এ স্লোগান সামনে রেখে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেবেন। আমি সংগঠনের সকল নবনির্বাচিত নেতা কর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। 

এ ছাড়া বাসদের নতুন কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনকেও অভিনন্দন জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...