নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানি শাসকগোষ্ঠী ও বর্তমান আওয়ামী লীগ সরকারের মধ্যে রাজনৈতিক দর্শনগত পার্থক্য নেই মন্তব্য করে গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নূরুল হক নূর বলেছেন, ‘পাকিস্তানিরা লুঙ্গি খুলে চেক করত, বর্তমান সরকার মানুষের মোবাইল খুলে চেক করে।’
আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই জাতীয় সংকট উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নূরুল হক নূর বলেন, ‘এখন আমাদের চূড়ান্ত আন্দোলনের সময়। এই অক্টোবর মাসেই আমাদের বিজয়ের আন্দোলনের সূত্রপাত করতে হবে। আমরা জানি এই আন্দোলনে বাধা আসবে। পাকিস্তান আমলে হানাদার বাহিনী মানুষের লুঙ্গি খুলে চেক করত, বেটা হিন্দু না মুসলমান। এখনকার হাসিনার পুলিশ বাহিনী মানুষের মোবাইল চেক করে সে বিএনপি, জামায়াত, গণঅধিকার নাকি আওয়ামী লীগ করে।’
নূর আরও বলেন, ‘দেশের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। সরকারের বিরুদ্ধে কথা বলা নেতৃবৃন্দের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য দেশের মানুষকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ভণ্ডামি করছে। তারা ভোট চুরির মাধ্যমে আরেকটা বাকশাল কায়েম করার জন্য আদালতের রায় পরিবর্তন করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এ রেজিমের সবাই ভোটচুরি প্রকল্পের সঙ্গে জড়িত।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘সরকার দেশের মানুষের গণতন্ত্র ও ভোটের অধিকারের পাশাপাশি শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভয়ারণ্যে রূপ দিয়েছে। এখানে তাঁরা ছাড়া আর কেউ নিরাপদ নয়।’
সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসা আমীন বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পরেও আমরা সেই একই জায়গায় পড়ে আছি। সরকার জনগণের ওপর জুলুম নির্যাতন চালিয়ে দেশে অপশাসন চালু করেছে।’
সভায় বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি জাফর মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মু. নিজাম উদ্দিন, এ্যাডভোকেট খালিদ হোসেন প্রমুখ।
পাকিস্তানি শাসকগোষ্ঠী ও বর্তমান আওয়ামী লীগ সরকারের মধ্যে রাজনৈতিক দর্শনগত পার্থক্য নেই মন্তব্য করে গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নূরুল হক নূর বলেছেন, ‘পাকিস্তানিরা লুঙ্গি খুলে চেক করত, বর্তমান সরকার মানুষের মোবাইল খুলে চেক করে।’
আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই জাতীয় সংকট উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নূরুল হক নূর বলেন, ‘এখন আমাদের চূড়ান্ত আন্দোলনের সময়। এই অক্টোবর মাসেই আমাদের বিজয়ের আন্দোলনের সূত্রপাত করতে হবে। আমরা জানি এই আন্দোলনে বাধা আসবে। পাকিস্তান আমলে হানাদার বাহিনী মানুষের লুঙ্গি খুলে চেক করত, বেটা হিন্দু না মুসলমান। এখনকার হাসিনার পুলিশ বাহিনী মানুষের মোবাইল চেক করে সে বিএনপি, জামায়াত, গণঅধিকার নাকি আওয়ামী লীগ করে।’
নূর আরও বলেন, ‘দেশের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। সরকারের বিরুদ্ধে কথা বলা নেতৃবৃন্দের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য দেশের মানুষকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ভণ্ডামি করছে। তারা ভোট চুরির মাধ্যমে আরেকটা বাকশাল কায়েম করার জন্য আদালতের রায় পরিবর্তন করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এ রেজিমের সবাই ভোটচুরি প্রকল্পের সঙ্গে জড়িত।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘সরকার দেশের মানুষের গণতন্ত্র ও ভোটের অধিকারের পাশাপাশি শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভয়ারণ্যে রূপ দিয়েছে। এখানে তাঁরা ছাড়া আর কেউ নিরাপদ নয়।’
সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসা আমীন বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পরেও আমরা সেই একই জায়গায় পড়ে আছি। সরকার জনগণের ওপর জুলুম নির্যাতন চালিয়ে দেশে অপশাসন চালু করেছে।’
সভায় বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি জাফর মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মু. নিজাম উদ্দিন, এ্যাডভোকেট খালিদ হোসেন প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এ বিষয়ে অবহিত করা হয়।
১৪ ঘণ্টা আগেনির্বাচন বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। এটি এখন জন দাবিতে পরিণত হয়েছে। তবে যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব।
১৫ ঘণ্টা আগেসংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব করেছে দলটি। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
২০ ঘণ্টা আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
১ দিন আগে