Ajker Patrika

ক্লিনফিড পাঠানো চ্যানেল না দেখালে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬: ১৮
ক্লিনফিড পাঠানো চ্যানেল না দেখালে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

যেসব বিদেশি চ্যানেল বাংলাদেশে ক্লিনফিড পাঠায় কেবল অপারেটরেরা সেগুলো সম্প্রচার না করলে বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এই তথ্য জানান। 

মন্ত্রী বলেন, দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির স্বার্থে আইন বাস্তবায়ন করা হচ্ছে। একটি মহল নানা অজুহাতে আইন কার্যকর করতে দেয়নি। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তা নয়, সেটিকে পুঁজি করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছিল, সেগুলো হালে পানি পায়নি। আমরা এবার বদ্ধ পরিকর আইন কার্যকর করতে। কেউ বিভ্রান্তি ছড়ালে সেটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কেবিএস ওয়ার্ল্ড, এআরআইর্যাং টিভি, বিবিসি, সিএনএন, আল জাজিরা এইচডি, ডিডব্লিউ, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কুরান, আল সুন্না, টেন স্পোর্টস, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, দুবাই স্পোর্টস, মাস্তি টিভি, বিফোরইউ মিউজিক, এমটিভি এবং স্টার স্পোর্টসের চারটি চ্যানেল (১-৪) বাংলাদেশে ক্লিনফিড পাঠায়। গত শুক্রবার থেকে ক্লিনফিড বাস্তবায়নে অভিযান শুরুর পর কেবল অপারেটররা এই ২৫টিসহ সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। 

যেসব চ্যানেল ক্লিনফিড পাঠায় প্রথমে কেউ সেগুলো না চালালেও এখন চালানো শুরু করেছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা আজকেও সময় দিচ্ছি, যেসব চ্যানেল ক্লিনফিড হিসেবে আসে সেগুলো চালানোর জন্য। যেসব চ্যানেল ক্লিনফিড আসা সত্ত্বেও চালানো হচ্ছে না সে জন্য দেশের বিভিন্ন জায়গায় আগামীকাল (বুধবার) থেকে মোবাইল কোর্ট চালানো হবে। কেউ যদি কেবল অপারেটরের শর্ত না মানে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজকেও সময় দিচ্ছি। 

হাছান মাহমুদ বলেন, ক্লিনফিড করতে প্রযুক্তি লাগবে বলে বলা হলেও সেগুলো ১০ বছর আগে লাগত, এখন খুবই সহজ। ক্লিনফিড করে রিয়েল টাইমে সম্প্রচার না করে প্রয়োজনে ১০ মিনিট পরে সম্প্রচার করেন। মিডিয়া ইন্ডাস্ট্রিতে যে রকম আয় উপার্জন হওয়ার কথা ছিল ক্লিনফিড না থাকায় সেটি হচ্ছিল না। যখন ক্লিনফিড বাস্তবায়িত হবে তখন কেউ এই অজুহাত দিতে পারবে না যে ইনকাম নেই তাই কর্মীদের বেতন দিতে পারছি না। 

‘আমি আশা করব সবাই নিশ্চয় দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরবেন, যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন তারাও নিশ্চয়ই দেশের সেন্টিমেন্ট, মানুষের সেন্টিমেন্ট অনুধাবন করতে সক্ষম হয়েছেন। সবাই আমাদের সহযোগী, সবাইকে নিয়েই কাজ করতে চাই। কেউ ভুল করলে সেই ভুল সংশোধন করার সুযোগ অবশ্যই সব সময় থাকে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত