আজকের পত্রিকা ডেস্ক
মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্মরণ করা হয়েছে। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
এ ছাড়া বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ভাসানী চর্চা কেন্দ্র।
জানা গেছে, সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমসহ গণঅধিকার পরিষদ, ভাসানীর পরিবার, ভাসানী ফাউন্ডেশন, ভাসানী অনুসারী পরিষদ, সালাম পিন্টু মুক্তি পরিষদ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ (ন্যাপ) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে নেতারা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানান।
এদিকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম ক্ষোভ প্রকাশ করেন। বঙ্গবীর বলেন, ‘যে মানুষটির (মওলানা ভাসানী) জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না। যে মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। অথচ তাঁর অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।’
মওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের সয়াধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মারা যান। মজলুম জননেতা হিসেবে সমাদৃত ব্রিটিশ-ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় তাঁকে সমাহিত করা হয়।
কাদের সিদ্দিকী বলেন, জনগণের ভোটাধিকারকে অসম্মান করায় শেখ হাসিনার ন্যক্কারজনক পতন হয়েছে।
মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্মরণ করা হয়েছে। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
এ ছাড়া বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ভাসানী চর্চা কেন্দ্র।
জানা গেছে, সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমসহ গণঅধিকার পরিষদ, ভাসানীর পরিবার, ভাসানী ফাউন্ডেশন, ভাসানী অনুসারী পরিষদ, সালাম পিন্টু মুক্তি পরিষদ, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ (ন্যাপ) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে নেতারা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানান।
এদিকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম ক্ষোভ প্রকাশ করেন। বঙ্গবীর বলেন, ‘যে মানুষটির (মওলানা ভাসানী) জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না। যে মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। অথচ তাঁর অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।’
মওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের সয়াধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মারা যান। মজলুম জননেতা হিসেবে সমাদৃত ব্রিটিশ-ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় তাঁকে সমাহিত করা হয়।
কাদের সিদ্দিকী বলেন, জনগণের ভোটাধিকারকে অসম্মান করায় শেখ হাসিনার ন্যক্কারজনক পতন হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংখ্যানুপাতিক হারে ভোটের (পিআর) নামে দেশে জগাখিচুড়ি চলছেও বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ির ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্নরকম কথা বলতে...
২ ঘণ্টা আগেস্বৈরাচার পতনের পরেও দেশের দুর্নীতির পরিমাণ বেড়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল এক বড় ব্যবসায়ীর সঙ্গে আলাপ হলো। তিনি বলছিলেন, আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ টাকা।’
২ ঘণ্টা আগেবাংলাদেশের জনগণ যে পরিবর্তনের আশায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, সেই পথ রুদ্ধ করার চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে, প্রয়োজনে তাদেরও রুখে দেওয়া হবে।
১ দিন আগেশফিকুর রহমান বলেন, ‘দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদের এভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ এলে ইনশা আল্লাহ দেশ গড়ে তুলতে পারবে। যে দল তার কর্মীদের সামাল দিতে পারছে না বা পারবে না, সে দলের হাতে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ
২ দিন আগে