Ajker Patrika

মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৬: ২৫
মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাবি

দেশের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি। 
আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের নেতারা। এ সময় তাঁরা মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা করান দাবি জানান। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টির চেয়ারম্যান মুনসুর আহমেদ বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্থিতিশীলতা রক্ষার্থে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আর সব রাজনৈতিক দলের অংশীদারত্বের ভিত্তিতেই এই নির্বাচন হওয়া দরকার। দেশে ক্ষুধা, দারিদ্র্য, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, শিশু ও নারী ধর্ষণ, অপহরণ ও বিদেশি সংস্কৃতির আগ্রাসনে জনজীবন অতিষ্ঠ। এই ভয়াবহ সংকট থেকে পরিত্রাণ পেতে মুক্তিযুদ্ধের চেতনা অঙ্গীকারে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। 

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা জনতা পার্টির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা জনতাকে এই পার্টির পতাকাতলে একত্রিত হয়ে গণ-আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাই বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ থেকে মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী, রাজাকার, আলবদর, আল সামসদের চিরতরে উৎখাত করে সোনার বাংলা গড়তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্প সময়ে দেশে যে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করেছেন তা আজ বিশ্বদরবারে সমাদৃত। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।’ 

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে মুক্তিযোদ্ধা জনতা পার্টি জোরালো ভূমিকা নেবে। আমরা ভবিষ্যতে কোনো মুক্তিযোদ্ধাকে রিকশা চালিয়ে বা ভিক্ষা করে জীবন নির্বাহ করতে দেখতে চাই না। আমাদের দাবি ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ানো হোক। 

আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠনের কথাও জানানো হয় দলের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব শেখ মো. রফিকুল ইসলাম হৃদয়সহ দলের অন্য নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত