Ajker Patrika

ছিনতাই হওয়া ফোন বন্ধ থাকায় খোঁজ মিলছে না: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২২ জুন ২০২১, ১৯: ৫৬
ছিনতাই হওয়া ফোন বন্ধ থাকায় খোঁজ মিলছে না: পরিকল্পনামন্ত্রী

ঢাকা: গাড়ি থেকে ছিনতাইয়ের ২৪ দিনেও জানা যায়নি কোথায় আছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল। এ বিষয়ে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘মোবাইলটা পাওয়া যাচ্ছে না কেন, এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা আমাকে জানিয়েছেন যে, মোবাইলটি একবার বন্ধ করার পর আর চার্জ করা হয়নি। এটা এখন একটি মৃত ফোন। মৃত ফোন খুঁজে পাওয়া মুশকিল। যদি এটাকে চার্জ করত, তাহলে শনাক্ত করা সহজ হতো।’

ফোন ছিনতাই হওয়া নিয়ে দুঃখিত বা শঙ্কিত নন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। সেই সঙ্গে এটাকে একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ‘দেশে ১২ থেকে ১৪ কোটির মতো ফোন আছে। এর মধ্যে প্রতিদিন কিছু ফোন মরবে বা হারিয়ে যাবে, এটা যেকোনো সমাজেই হচ্ছে। আমার দেশি বহু লোক লন্ডনে থাকে তাদের কাছে শুনেছি, লন্ডনেও এমন হয়। তারা বলে যে, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও টান দিয়ে মোবাইল ফোন নিয়ে যায়।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এম এ মান্নান বলেন, ‘আগের তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো। আমাদের সময়ের তুলনায় এখন ছেলে-মেয়েরা অনেক নিরাপদে চলাচল করতে পারে। এটা আরও উন্নত করা দরকার। এ জন্য আমরা প্রতিনিয়ত কাজ চালিয়ে যাব।’

উল্লেখ্য, গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নেয় এক ছিনতাইকারী। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজ দপ্তর থেকে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয় সরণি গিয়ে যানজটে পড়েন। এ সময় আলো-আঁধারি অবস্থা ছিল। তখন গাড়ির জানালা খোলা রেখে ফোনে কথা বলছিলেন তিনি।। হঠাৎ এক ছিনতাইকারী তাঁর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত