Ajker Patrika

দুই ঘণ্টায় ৩৫০ মনোনয়ন ফরম বিক্রি আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৪: ৩৯
দুই ঘণ্টায় ৩৫০ মনোনয়ন ফরম বিক্রি আওয়ামী লীগের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দুই ঘণ্টায় প্রায় ৩৫০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। 

গোপালগঞ্জ-৩ আসনে দলীয় সভাপতি শেখ হাসিনা ও নোয়াখালী-৫ আসনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম কিনেছেন। 

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। 

বিপ্লব বড়ুয়া বলেন, অনলাইনেও মনোনয়ন বিক্রি হচ্ছে। সেখানে কতটি বিক্রি হয়েছে তা সন্ধ্যায় জানানো হবে। প্রাথমিকভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম কেনা ও বিক্রির সিদ্ধান্ত হলেও প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। 

বিপ্লব বড়ুয়া আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে আমরা বলেছি, আওয়ামী লীগ জোটবদ্ধ ও একক দুইভাবে নির্বাচন করবে। কোন আসনে জোটবদ্ধ, কোন আসনে একক, তা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর জানাব।’ 

শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া আওয়ামী লীগের নেতারা এবং কাদেরের পক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত