নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বিরোধীদলীয় নেতা-কর্মীদের রাজধানী ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান নুর।
নুরুল হক বলেন, ‘আজকে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে। যেসব রাজনৈতিক দলের কর্মীরা ঢাকায় এসেছেন, তাঁরা কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না। বিএনপিসহ যুগপৎ আন্দোলনকারী দলসমূহ আমরা দুপুরের পর একসঙ্গে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না।’
নুর হুঁশিয়ার জানিয়ে বলেন, ‘আজকে এত পুলিশ এত কিছু, ধারাবাহিকভাবে হামলা-মামলা চলছে। কিন্তু জনগণের স্রোত ঠেকাতে পেরেছে? এই জনস্রোত ঠেকাতে পারবে না। শেখ হাসিনা যদি মানসম্মান নিয়ে পদত্যাগ না করে তাহলে গণভবন থেকে শেখ হাসিনাকে আমরা বের করে দেব। রাষ্ট্রপতি যদি সংকট সমাধানের উদ্যোগ না নেন, তাহলে জনগণ বঙ্গভবন ঘেরাও করবে।’
পুলিশের উদ্দেশে নুর বলেন, ‘পুলিশসহ প্রশাসনের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, কয়টা গুলি চালাবেন? কতজনকে গ্রেপ্তার করবেন? জনগণের ওপর যদি গুলি চলে, তাহলে পুলিশ হেডকোয়ার্টারসহ সব থানা ঘেরাও হবে। বিচারপতিদের বলতে চাই, যেই বিচারপতিরা মিথ্যা মামলায় বিরোধী দলের নেতা-কর্মীদের সাজা দিচ্ছেন তাঁদের পরিবারসহ ঘেরাও করা হবে।’
তিনি আরও বলেন, ‘আজকে গণতন্ত্র বনাম ফ্যাসিবাদের লড়াই চলছে। এই লড়াইয়ে গণতন্ত্রকামীরাই বিজয় লাভ করবে। বিজয়ের আগ পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন।’
চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বিরোধীদলীয় নেতা-কর্মীদের রাজধানী ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান নুর।
নুরুল হক বলেন, ‘আজকে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে। যেসব রাজনৈতিক দলের কর্মীরা ঢাকায় এসেছেন, তাঁরা কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না। বিএনপিসহ যুগপৎ আন্দোলনকারী দলসমূহ আমরা দুপুরের পর একসঙ্গে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না।’
নুর হুঁশিয়ার জানিয়ে বলেন, ‘আজকে এত পুলিশ এত কিছু, ধারাবাহিকভাবে হামলা-মামলা চলছে। কিন্তু জনগণের স্রোত ঠেকাতে পেরেছে? এই জনস্রোত ঠেকাতে পারবে না। শেখ হাসিনা যদি মানসম্মান নিয়ে পদত্যাগ না করে তাহলে গণভবন থেকে শেখ হাসিনাকে আমরা বের করে দেব। রাষ্ট্রপতি যদি সংকট সমাধানের উদ্যোগ না নেন, তাহলে জনগণ বঙ্গভবন ঘেরাও করবে।’
পুলিশের উদ্দেশে নুর বলেন, ‘পুলিশসহ প্রশাসনের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, কয়টা গুলি চালাবেন? কতজনকে গ্রেপ্তার করবেন? জনগণের ওপর যদি গুলি চলে, তাহলে পুলিশ হেডকোয়ার্টারসহ সব থানা ঘেরাও হবে। বিচারপতিদের বলতে চাই, যেই বিচারপতিরা মিথ্যা মামলায় বিরোধী দলের নেতা-কর্মীদের সাজা দিচ্ছেন তাঁদের পরিবারসহ ঘেরাও করা হবে।’
তিনি আরও বলেন, ‘আজকে গণতন্ত্র বনাম ফ্যাসিবাদের লড়াই চলছে। এই লড়াইয়ে গণতন্ত্রকামীরাই বিজয় লাভ করবে। বিজয়ের আগ পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন।’
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ নিন্দা জানান।
১৫ ঘণ্টা আগেপ্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাবার বাসায় উঠবেন বলে জানা গেছে।
১৬ ঘণ্টা আগেসামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৮ ঘণ্টা আগেগাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ রোববার সন্ধ্যায় সারজিসের ভ্যারিফায়েড ফেসবুকে আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।
১৮ ঘণ্টা আগে