Ajker Patrika

নারায়ণগঞ্জে ৫ মামলায় মামুনুলের ১৫ দিনের রিমান্ড

প্রতিনিধি
নারায়ণগঞ্জে ৫ মামলায় মামুনুলের ১৫ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ধর্ষণ ও সহিংসতার ৫ মামলায় হেফাজত নেতা মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার (১২ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবিরের আদালত তাঁর রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আদালত পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় করা ধর্ষণ ও সহিংসতার ৫ মামলায় তিনদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, সোনারগাঁয়ে ধর্ষণ, রয়েল রিসোর্ট ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের ঘটনায় তিনটি পৃথক মামলা রয়েছে। এই মামলাগুলোতে তিনদিন করে মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার থেকেই আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করবেন বলেও জানান ওসি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় দুই মামলায় মামুনুল হককে রিমান্ডে নেওয়া হয়েছে। তবে সিদ্ধিরগঞ্জের মামলাগুলো পিবিআই ও সিআইডিতে তদন্তনাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত