নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আগামী বছর জুনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলো ও বিনিয়োগকারী উভয়ই প্রস্তুতি নিতে পারবে। আজ রোববার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেছেন, ‘নির্বাচনের বিষয়ে সরকার বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তবে আমরা বলেছি, এ বিষয়ে যদি একটি সুনির্দিষ্ট সময় বলা যায়, তাহলে রাজনৈতিক দলগুলো একটি প্রস্তুতি নিতে পারবে। এ ছাড়া অনেকে বিনিয়োগের পরিকল্পনা করছে, নির্বাচনের যদি একটি সুনির্দিষ্ট তারিখ না থাকে, তাহলে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না।’
জোনায়েদ সাকি আরও বলেন, তাঁরা বারবার বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের ৩০ তারিখের মধ্যে নির্বাচন হবে, এর এক দিনও বাইরে যাবে না। পাশাপাশি বলেছেন, নির্বাচন পরিচালনা করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সে প্রতিষ্ঠানগুলো যখন পরিপূর্ণভাবে কাজ করা শুরু করবে, তখনই তাঁরা নির্বাচনের সিদ্ধান্ত নেবেন এবং প্রশাসনকে গোছানোর পরেই তাঁরা সিদ্ধান্ত নিবেন যে নির্বাচনটা কবে নাগাদ সুনির্দিষ্টভাবে দেওয়া যায়।
সাকি বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে। আমাদের এখানে জাতীয় নির্বাচনটাই মুখ্য, তাই জাতীয় নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ হওয়া প্রয়োজন। তবে এ ক্ষেত্রে স্থানীয় নির্বাচন পরে হলেও সমস্যা নেই।’
জোনায়েদ সাকি বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে বলেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার যে ঐতিহাসিক দায়িত্ব নিয়েছে, যেখানে এক দিকে হত্যাকারীদের বিচার ও জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য যে গণতান্ত্রিক সংস্কারে যাওয়ার প্রয়োজন, এতে যে দায়িত্ব নেওয়ার দরকার, সেটা আপনার সরকারকেই নিয়ে যেতে হবে, অন্যথায় আর কোনো সুযোগ নাই।’
সাকি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায়। এ বিষয়ে তিনি বলেছেন, ‘‘বিচার বিভাগকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।’’ বিচারব্যবস্থা যে গতিতে এগোচ্ছে, সেখানে যাতে কোনো দীর্ঘ না হয় ও আন্তর্জাতিক মান বজায় থাকে, সে বিষয়ে তিনি আশা ব্যক্ত করেছেন।’
জোনায়েদ সাকি আরও বলেন, ‘সংস্কারের ক্ষেত্রেও আমরা বলেছি, ঐকমত্য কমিশন যেহেতু ১৫ জুলাই পর্যন্ত সময় নিয়েছে, তাই এই ১৫ জুলাইয়ের মধ্যে যেসব ঐক্য হয়, সেসব জাতীয় সনদ আকারে দ্রুত সময়ের মধ্যে প্রকাশিত করতে হবে। এটাই সংস্কারের পদ্ধতি। প্রধান উপদেষ্টাও বলেছেন, ‘‘এর বাইরে অন্য কোনো পদ্ধতি গ্রহণের সুযোগ নেই।”’
জুলাই অভ্যুত্থানের বিষয়ে কথা হয়েছে জানিয়ে সাকি বলেন, ‘জুলাইয়ের অবস্থান সবার সম্মিলিত অবদানে তৈরি হয়েছে। তবে কোনো একটি পক্ষ এমনভাবে জুলাইয়ের ক্রেডিট দাবি করছে, তারা এমনটা বোঝাতে চাচ্ছে যে একদল জুলাইকে ধারণ করে, আরেক দল করে না। এসব বিষয়ে আমরা সরকারকে সচেতন থাকতে বলেছি।’
বিএনপি তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে—এ বিষয়ে জানতে চাইলে সাকি বলেন, ‘জুলাই আন্দোলনের প্রতিনিধিত্বকারী তিনজন এখানে উপদেষ্টা হিসেবে ছিলেন, তার মধ্যে একজন একটা রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন। বাকি দুই উপদেষ্টা এখনো বিদ্যমান। আমরা বলেছি, বাকি যে দুজন তাঁদের কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে কি না। যদি থাকে, তাহলে তাঁদের একটা সময় এখান থেকে সরে যেতে হবে। যেহেতু এটার রাজনৈতিকভাবে গঠিত সরকার না, তাই রাজনৈতিক মোটিভ নিয়ে এখানে থাকাটা নিয়ম অনুযায়ী ঠিক হবে না।’
জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আগামী বছর জুনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলো ও বিনিয়োগকারী উভয়ই প্রস্তুতি নিতে পারবে। আজ রোববার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেছেন, ‘নির্বাচনের বিষয়ে সরকার বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তবে আমরা বলেছি, এ বিষয়ে যদি একটি সুনির্দিষ্ট সময় বলা যায়, তাহলে রাজনৈতিক দলগুলো একটি প্রস্তুতি নিতে পারবে। এ ছাড়া অনেকে বিনিয়োগের পরিকল্পনা করছে, নির্বাচনের যদি একটি সুনির্দিষ্ট তারিখ না থাকে, তাহলে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না।’
জোনায়েদ সাকি আরও বলেন, তাঁরা বারবার বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের ৩০ তারিখের মধ্যে নির্বাচন হবে, এর এক দিনও বাইরে যাবে না। পাশাপাশি বলেছেন, নির্বাচন পরিচালনা করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সে প্রতিষ্ঠানগুলো যখন পরিপূর্ণভাবে কাজ করা শুরু করবে, তখনই তাঁরা নির্বাচনের সিদ্ধান্ত নেবেন এবং প্রশাসনকে গোছানোর পরেই তাঁরা সিদ্ধান্ত নিবেন যে নির্বাচনটা কবে নাগাদ সুনির্দিষ্টভাবে দেওয়া যায়।
সাকি বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে। আমাদের এখানে জাতীয় নির্বাচনটাই মুখ্য, তাই জাতীয় নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ হওয়া প্রয়োজন। তবে এ ক্ষেত্রে স্থানীয় নির্বাচন পরে হলেও সমস্যা নেই।’
জোনায়েদ সাকি বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে বলেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার যে ঐতিহাসিক দায়িত্ব নিয়েছে, যেখানে এক দিকে হত্যাকারীদের বিচার ও জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য যে গণতান্ত্রিক সংস্কারে যাওয়ার প্রয়োজন, এতে যে দায়িত্ব নেওয়ার দরকার, সেটা আপনার সরকারকেই নিয়ে যেতে হবে, অন্যথায় আর কোনো সুযোগ নাই।’
সাকি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায়। এ বিষয়ে তিনি বলেছেন, ‘‘বিচার বিভাগকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।’’ বিচারব্যবস্থা যে গতিতে এগোচ্ছে, সেখানে যাতে কোনো দীর্ঘ না হয় ও আন্তর্জাতিক মান বজায় থাকে, সে বিষয়ে তিনি আশা ব্যক্ত করেছেন।’
জোনায়েদ সাকি আরও বলেন, ‘সংস্কারের ক্ষেত্রেও আমরা বলেছি, ঐকমত্য কমিশন যেহেতু ১৫ জুলাই পর্যন্ত সময় নিয়েছে, তাই এই ১৫ জুলাইয়ের মধ্যে যেসব ঐক্য হয়, সেসব জাতীয় সনদ আকারে দ্রুত সময়ের মধ্যে প্রকাশিত করতে হবে। এটাই সংস্কারের পদ্ধতি। প্রধান উপদেষ্টাও বলেছেন, ‘‘এর বাইরে অন্য কোনো পদ্ধতি গ্রহণের সুযোগ নেই।”’
জুলাই অভ্যুত্থানের বিষয়ে কথা হয়েছে জানিয়ে সাকি বলেন, ‘জুলাইয়ের অবস্থান সবার সম্মিলিত অবদানে তৈরি হয়েছে। তবে কোনো একটি পক্ষ এমনভাবে জুলাইয়ের ক্রেডিট দাবি করছে, তারা এমনটা বোঝাতে চাচ্ছে যে একদল জুলাইকে ধারণ করে, আরেক দল করে না। এসব বিষয়ে আমরা সরকারকে সচেতন থাকতে বলেছি।’
বিএনপি তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে—এ বিষয়ে জানতে চাইলে সাকি বলেন, ‘জুলাই আন্দোলনের প্রতিনিধিত্বকারী তিনজন এখানে উপদেষ্টা হিসেবে ছিলেন, তার মধ্যে একজন একটা রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন। বাকি দুই উপদেষ্টা এখনো বিদ্যমান। আমরা বলেছি, বাকি যে দুজন তাঁদের কোনো রাজনৈতিক পরিকল্পনা আছে কি না। যদি থাকে, তাহলে তাঁদের একটা সময় এখান থেকে সরে যেতে হবে। যেহেতু এটার রাজনৈতিকভাবে গঠিত সরকার না, তাই রাজনৈতিক মোটিভ নিয়ে এখানে থাকাটা নিয়ম অনুযায়ী ঠিক হবে না।’
আমিরে শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম নেতৃত্বাধীন কমিটি অনুমোদন দিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের একটি অংশ। আজ রোববার (২৫ মে) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির এই অংশের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে
৭ ঘণ্টা আগেদ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন বিভিন্ন রাজনৈতিক দল-সংগঠনের নেতারা। আজ রোববার (২৫ মে) সন্ধ্যার পর থেকে এই নেতারা প্রধান উপদেষ্টার বাসভবনে আসতে থাকেন।
৭ ঘণ্টা আগেতারেক রহমান বলেন, দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে ও শুনতে বাধ্য। এখানে সরকারের মান-অভিমান কিংবা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই।
৮ ঘণ্টা আগেবিচার, সংস্কার ও নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ কেন ঘোষণা করা হচ্ছে না, সেই জায়গাটা এখনো স্পষ্ট নয়। আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের তোপখানা
৮ ঘণ্টা আগে