Ajker Patrika

চিকিৎসক ও প্রকৌশলীদের ‘চোর’ বলায় মির্জা আজমের নিন্দায় বিএনপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিকিৎসক ও প্রকৌশলীদের ‘চোর’ বলায় মির্জা আজমের নিন্দায় বিএনপি 

জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সঙ্গে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের একটি বক্তব্যের ভিডিও গত দুই-একদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি বাংলাদেশের চিকিৎসক এবং প্রকৌশলীদের ‘চোর’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিষয়টিকে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। 

আজ সোমবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের সকল আন্দোলন-সংগ্রামে চিকিৎসকদের অবদান সর্বজনবিদিত।  মহামারি-অতিমারিতেও তাদের অগ্রণী ভূমিকা প্রশংসিত। করোনাকালীন সময়েও প্রায় দুই শতাধিক চিকিৎসক সেবা দিতে গিয়ে শহীদ হয়েছেন এবং প্রায় সাড়ে তিন হাজারেরও অধিক চিকিৎসকসহ প্রায় দশ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের প্রায় সকলের পরিবারের সদস্য তাদের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। নিজেদের ও পরিবারের জীবন বাজি রেখে জনগণের চিকিৎসায় নিয়োজিত হওয়া চিকিৎসকদের ‘চোর’ বলে আখ্যায়িত করে তিনি নিজের অসুস্থ ও বিকারগ্রস্ত মানসিকতারই পরিচয় দিয়েছেন। এ ছাড়া বর্তমান সরকারের কোনো  নীল-নকশা থেকে জনগণের দৃষ্টি এড়ানোর জন্যও বিষয়টির অবতারণা হতে পারে। 

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়া সংবাদ মারফত জানা যায় যে, আলাদিনের চেরাগের ন্যায় সংসদ সদস্য হয়ে তেত্রিশ গুণ সম্পত্তি বৃদ্ধি পাওয়া জনাব মির্জা আজম বেশ কয়েকবারের সাংসদ, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার এ ধরনের বক্তব্য সকল পেশাজীবীদের ব্যথিত করেছে। স্বাস্থ্য খাতের যে দুর্নীতি হয় তার সঙ্গে বর্তমান মিডনাইট সরকারের আশীর্বাদপুষ্ট নেতৃবৃন্দ, এমপি, মন্ত্রী, আমলা ও ঠিকাদারগণ জড়িত; চিকিৎসকগণ নয়। কারণ বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো  চিকিৎসক দ্বারা পরিচালিত হচ্ছে না। 

সংবাদ বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলাম বলেন, ‘আমি বর্তমান নিশিরাতের ভোটের সরকারের এই সংসদ সদস্যের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের ও সকল পেশাজীবীদের কাছে ক্ষমা প্রার্থনা করার জোর দাবি জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত