Ajker Patrika

প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা, ভিসা নীতির পরোয়া করেন না: কাদের

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৮: ২১
প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা, ভিসা নীতির পরোয়া করেন না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সব ষড়যন্ত্র মোকাবিলা করে লক্ষ্য পূরণে কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার। আমাদের প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসা নীতির পরোয়া করেন না।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শনিবার দুপুরে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ‘আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। নির্বাচনের ইশতেহার বাস্তবায়নেও অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। বাধাবিঘ্ন আসতে পারে। কারণ, তারা (বিএনপি) পিছু হটেনি। তারা (বিএনপি) আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এ সরকার যাতে থাকতে না পারে, এ জন্য তারা (বিএনপি) বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে, আর কবে কম্বোডিয়ার মতো একটা নিষেধাজ্ঞা এখানে আসে। আমাদের প্রধানমন্ত্রী, তিনি কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নীতির পরোয়া করেন না।’ 

বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি চলবে, তবে আমরা বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই। তবে রাজনীতিতে যদি কেউ সন্ত্রাস, সংঘাত, সহিংসতা উপাদান যুক্ত করে, তবে রাজনৈতিকভাবে মোকাবিলা করে লাভ নাই। তারা গর্জন করবে বন্দুক নিয়ে, আর আমরা জুঁই ফুলের গান গাইব—এটা তো হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত