Ajker Patrika

রওশনের সম্মানে ফাঁকা রাখা আসনে অন্য প্রার্থী দিল জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২২: ৪৫
রওশনের সম্মানে ফাঁকা রাখা আসনে অন্য প্রার্থী দিল জাপা

ঘরোয়া দ্বন্দ্বের জেরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেননি জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তাঁর আসনে (ময়মনসিংহ-৪) ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার রাতে জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য নিশ্চিত করেছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে আগে দলের মনোনয়ন ফরম নিতে হয়। এরপর রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়ে জমা দিতে হয়। 

 আবু মুসা সরকার। ছবি: সংগৃহীতমনোনয়ন ফরম বিক্রি শেষ করে গত রোববার ২৮৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে জাপা। তবে রওশন ও তাঁর পুত্র সাদ এরশাদের জন্য যেকোনো সময় মনোনয়ন ফরম কেনার সুযোগ রাখে দলটি। রওশনের সম্মানে ময়মনসিংহ-৪ আসনটি ফাঁকা রাখার কথা জানান জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

জাপার সূত্রগুলো বলছে, অধিকসংখ্যক এবং পছন্দসই আসনে মনোনয়নের সুযোগ না পাওয়ায় এই প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন রওশন এরশাদ। বিশেষ করে রংপুর-৩ এ সাদের আসনে জি এম কাদেরকে মনোনয়ন দেওয়ায় জাপার চেয়ারম্যানের ওপর খেপেছেন তিনি। সাদ ছাড়াও আরও পাঁচজন অনুসারীকে পছন্দসই আসনে মনোনয়ন দিতে চান রওশন। তাঁরা হলেন জাপা থেকে বহিস্কৃত মসিউর রহমান (রাঙ্গা), দলের ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি কে আর ইসলাম, সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনূর রশিদ ও হাবিবুল্লাহ বেলালী এবং যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন। কিন্তু সাদ এরশাদ ও কে আর ইসলাম ছাড়া অন্যদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে সম্মত নন জি এম কাদের। এসব বিষয়ে দুই পক্ষের আলোচনা হলেও ছাড় দিচ্ছেনা কেউই। দলে কর্তৃত্ব এবং আধিপত্য বিস্তারের লড়াইয়ের জেরেই এই অবস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন জাপার অনেক নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত