Ajker Patrika

সংস্কার শেষে কখন নির্বাচন হবে, সেটা জনগণ জানতে চায়: রিজভী

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৫, ২২: ১৭
নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা
নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকার কখন সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দেবে, তা দেশের জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার বিকেলে নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই মন্তব্য করেন। হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এই খেলায় গাজীপুরের কাপাসিয়ার আলফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশনকে ২-১ গোলে পরাজিত করে নরসিংদীর শিবপুরের সাতপাইকা ফুটবল একাদশ।

রিজভী বলেন, ‘সংস্কার কখনো একটা পুরোনো ৪০০ বছরের বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার পদ্মা নদীর পানির মতো, মেঘনা নদীর পানির মতো। বঙ্গোপসাগরের স্রোতের মতো সংস্কার এগিয়ে চলে। যুগে যুগে এবং সময়ে সময়ে জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে। সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়। কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন, সেটা কবে হবে, সে কথাগুলো আপনি কিছু বলছেন না। কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন হবে, সেটা জনগণ জানতে চায়।’

বর্তমানে দেশে নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত, সে কাজগুলো আটকে আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘শেয়ার বাজারে অত্যন্ত নাজুক অবস্থা। নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। কোরবানির আগে মসলার দাম বেড়ে গেছে। আজকে জবাবদিহিমূলক সরকার আসলে এই কাজগুলো (বাজার নিয়ন্ত্রণ) করত। এ কাজগুলো তারা (অন্তর্বর্তী সরকার) করতে পারছে না।’

অনুষ্ঠানে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সভাপতিত্ব করেন। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত