Ajker Patrika

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কানাডা: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৭: ৩৫
বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কানাডা: আমীর খসরু

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কানাডা নিবিড়ভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে ঢাকায় নিযুক্ত কানাডীয় হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকের আলাপচারিতা প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘তারা (কানাডা) জানতে চায় যে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কী করা প্রয়োজন। বর্তমান পরিবেশ সম্পর্কে তারা জানে। তারপরেও তারা আমাদের কাছে এ বিষয়ে জানতে চেয়েছে। সার্বিক অবস্থা বিবেচনায় আমরা বলেছি, এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার সুযোগ নাই।’ 

আমীর খসরু বলেন, আগামী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। একইভাবে কানাডাও বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। অন্যদিকে কানাডীয় হাইকমিশনারের সঙ্গে হাইকমিশনের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালিও বৈঠকে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত