Ajker Patrika

খালেদার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করবে বিএনপি

'আমরা শান্তিপূর্ণভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবির আন্দোলনকে আরও সোচ্চার ও বেগবান করব।' বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্য করে এমনটাই বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব। 

সমাবেশে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে আমাদের দরকার। বিএনপির জন্য নয়। দেশের ১৮ কোটি মানুষের জন্য তাঁকে দরকার। তিনিই একমাত্র নেত্রী, যিনি দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারেন। সেজন্যই তাঁকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে আমরা দাবি জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে এই দাবি জানাচ্ছি। 

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার করে বলছি আপনারা তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। আমরা তো বুঝি না, আমাদের মাথায় আসেনা, সমস্যাটা কোথায়? কেন আইনের কথা বলছেন? 

মির্জা ফখরুলের অভিযোগ খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, সেটা মিথ্যা মামলা। সেখানে বিচারের নামে প্রহসন করা হয়েছে। ব্যক্তিগত, রাজনৈতিক এবং প্রতিহিংসার কারণে তাঁকে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। 

সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার করে বলছি আপনারা তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। আমরা তো বুঝি না, আমাদের মাথায় আসেনা, সমস্যাটা কোথায়? কেন আইনের কথা বলছেন?

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, সেটা মিথ্যা মামলা। সেখানে বিচারের নামে প্রহসন করা হয়েছে। ব্যক্তিগত, রাজনৈতিক এবং প্রতিহিংসার কারণে তাঁকে সাজা দিয়ে আটক রাখা হয়েছে। 

ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে সমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশকে ঘিরে নেতাকর্মীরাও আগে থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন। স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ঘিরে সমাবেশস্থল ও এর আশেপাশের পুলিশ সতর্ক অবস্থান নেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত