নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল আজহার পর সরকারবিরোধী আন্দোলন জোরালো হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে যুগপৎ আন্দোলনকারী দলগুলোর সঙ্গে বিএনপির আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের পর আমাদের আন্দোলন আরও জোরদার হবে, বেগবান হবে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে কথা বলছি। আলোচনা করেই আন্দোলনকে বেগবান করা হবে।’
আজ সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক দফার আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত এক দফার আন্দোলনই হচ্ছে। খুব শিগগিরই এটা আনুষ্ঠানিকভাবে (ঘোষণা) আসবে। আমাদের রণকৌশল আছে। আমরা আমাদের মতো করে যেতে চাই।’
চলমান আন্দোলন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘বিরোধী দলের আন্দোলন এখন জনগণের কাছে চলে গেছে। জনগণ এই আন্দোলন চায় এবং তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আমরা একেবারে নিশ্চিত করে বলতে পারি—জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য হবে। তারাই (সরকার) সংবিধানে পরিবর্তন আনতে বাধ্য হবে।’
এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জানিয়ে সরকারের পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এখনো সময় আছে। তাদের (সরকার) শুভবুদ্ধির উদয় হোক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নির্বাচনের আগে তাদের পদত্যাগ করতে হবে। এটা খুব জরুরি। কারণ, এই সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে কোনোভাবেই তাদের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।’
কানাডার ভিসা নীতি প্রসঙ্গে ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। সে কারণেই দায়িত্ব থেকে তারা এ কথাগুলো বলছে। তারা তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। তবে আমরা এতে খুব পুলকিত নই। এগুলো বাংলাদেশের জন্য লজ্জার ব্যাপার।’
মির্জা ফখরুল বলেন, ‘আন্তর্জাতিক বিশ্ব একটা বার্তাই দিচ্ছে যে তোমার যা কিছু করার হয়ে গেছে। এখন জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচন দাও। আর তা না হলে তোমাকে যেতে হবে। তারা পরিষ্কার করে বলছে যে বাংলাদেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই, দেশে-বিদেশে সবখানে এই সরকার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। মানুষের কাছে তারা (সরকার) এখন গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেই তাদের যেতেই হবে।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আসলে আওয়ামী লীগের জন্য আমার একটু কষ্টই হয়। কষ্ট এ জন্য হয় যে আওয়ামী লীগ একটা অনেক পুরোনো রাজনৈতিক দল। আওয়ামী লীগ অতীতে মানুষের জন্য লড়াই করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সেই আওয়ামী লীগ আজকে জনগণ থেকে এত দূরে চলে গেছে, এত বিচ্ছিন্ন হয়ে গেছে যে তারা জনগণের সমস্যাটা পর্যন্ত বুঝতে পারছে না। মানুষ কেন তাদের থেকে এত দূরে চলে গেল, মানুষ কেন এখন আর তাদের ক্ষমতায় দেখতে চায় না, সেটাও তারা অনুধাবন করার চেষ্টা করছে না। শুধু কথা দিয়ে, মুখের জোরে, জবরদখল করে ক্ষমতায় টিকে আছে।’
ঈদুল আজহার পর সরকারবিরোধী আন্দোলন জোরালো হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে যুগপৎ আন্দোলনকারী দলগুলোর সঙ্গে বিএনপির আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের পর আমাদের আন্দোলন আরও জোরদার হবে, বেগবান হবে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে কথা বলছি। আলোচনা করেই আন্দোলনকে বেগবান করা হবে।’
আজ সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক দফার আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত এক দফার আন্দোলনই হচ্ছে। খুব শিগগিরই এটা আনুষ্ঠানিকভাবে (ঘোষণা) আসবে। আমাদের রণকৌশল আছে। আমরা আমাদের মতো করে যেতে চাই।’
চলমান আন্দোলন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘বিরোধী দলের আন্দোলন এখন জনগণের কাছে চলে গেছে। জনগণ এই আন্দোলন চায় এবং তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আমরা একেবারে নিশ্চিত করে বলতে পারি—জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য হবে। তারাই (সরকার) সংবিধানে পরিবর্তন আনতে বাধ্য হবে।’
এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জানিয়ে সরকারের পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এখনো সময় আছে। তাদের (সরকার) শুভবুদ্ধির উদয় হোক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নির্বাচনের আগে তাদের পদত্যাগ করতে হবে। এটা খুব জরুরি। কারণ, এই সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে কোনোভাবেই তাদের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।’
কানাডার ভিসা নীতি প্রসঙ্গে ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। সে কারণেই দায়িত্ব থেকে তারা এ কথাগুলো বলছে। তারা তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। তবে আমরা এতে খুব পুলকিত নই। এগুলো বাংলাদেশের জন্য লজ্জার ব্যাপার।’
মির্জা ফখরুল বলেন, ‘আন্তর্জাতিক বিশ্ব একটা বার্তাই দিচ্ছে যে তোমার যা কিছু করার হয়ে গেছে। এখন জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচন দাও। আর তা না হলে তোমাকে যেতে হবে। তারা পরিষ্কার করে বলছে যে বাংলাদেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই, দেশে-বিদেশে সবখানে এই সরকার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। মানুষের কাছে তারা (সরকার) এখন গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেই তাদের যেতেই হবে।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আসলে আওয়ামী লীগের জন্য আমার একটু কষ্টই হয়। কষ্ট এ জন্য হয় যে আওয়ামী লীগ একটা অনেক পুরোনো রাজনৈতিক দল। আওয়ামী লীগ অতীতে মানুষের জন্য লড়াই করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সেই আওয়ামী লীগ আজকে জনগণ থেকে এত দূরে চলে গেছে, এত বিচ্ছিন্ন হয়ে গেছে যে তারা জনগণের সমস্যাটা পর্যন্ত বুঝতে পারছে না। মানুষ কেন তাদের থেকে এত দূরে চলে গেল, মানুষ কেন এখন আর তাদের ক্ষমতায় দেখতে চায় না, সেটাও তারা অনুধাবন করার চেষ্টা করছে না। শুধু কথা দিয়ে, মুখের জোরে, জবরদখল করে ক্ষমতায় টিকে আছে।’
বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় স্বস্তির জায়গা হচ্ছে মুক্ত গণমাধ্যম, এ মন্তব্য করে তিনি বলেন, ‘এখন আর কোনো সংবাদমাধ্যমে কেউ হস্তক্ষেপ করে না—কেউ বলে না, “এই খবরটা প্রচার করতে পারবে না’ কিংবা “ওই খবরটা বারবার প্রচার করতে হবে।
৮ মিনিট আগেদীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোট হবে।
১১ ঘণ্টা আগেঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, ইউনুস সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই সংস্কার নিয়ে অনেকেই সোচ্চার। অনেক দল যাদেরকে গণমানুষের দল হিসাবে দাবি করে।
১৫ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ উনার চোখে পড়ে না। উনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন। সেজদার মাধ্যমে উনি আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেসের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন...
১৭ ঘণ্টা আগে