Ajker Patrika

মধ্যরাতে হেফাজত নেতা আটক, ভোররাতে মুক্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৫: ৫৯
মধ্যরাতে হেফাজত নেতা আটক, ভোররাতে মুক্তি

ঢাকা : রাজধানীর উত্তরা থেকে বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও হেফাজত ইসলামের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমীকে ডিবি পরিচয়ে মধ্যরাতে আটক করা হয়।পরে ভোররাতে তাঁকে আবার ছেড়ে দেয়া হয়।

উত্তরা ১২ নম্বর সেক্টরের বাইতুন নুর জামে মসজিদ থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে সাদা পোশাকে আটক করা হয়।পরে ভোর রাতে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়।

মাওলানা নাজমুল হাসান কাসেমী বাইতুন নুর জামে মসজিদের খতিবেরও দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার মধ্যরাতে হেফাজতের ঢাকা মহানগরের প্রচার সম্পাদক মুফতি আবদুল মোমিন জানান, হেফাজত ইসলামের নেতা মাওলানা নাজমুল হাসান কাসেমীকে ডিবি পরিচয়ে সাদা পোশাকে তাঁর উত্তরার মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে উত্তরা ১১ নম্বর সেক্টরের তাঁর বাসায়ও অভিযান চালিয়েছে র‍্যাব।

কাসেমীর জামাতা মাওলানা ইসহাক কামাল শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে আজকের পত্রিকাকে বলেন, মাওলানা নাজমুল হাসান কাসেমীকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়েছে।

অপরদিকে তাঁর মেঝো মেয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘কি কারণে আটক করেছে তা তো আমরা বলতে পারবো না। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম- কে নিয়ে গিয়েছিল, কি জিজ্ঞাসা করেছ? পরে বাবা বলেন, ডিবি অফিসে নিয়ে গিয়ে তেমন কিছু জিজ্ঞাসা করেনি। পরে ছেড়ে দিয়েছে’।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত