অনলাইন ডেস্ক
রাজনীতিবিদদের অবমূল্যায়ন না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘ছাত্রদের কাঁধে পা রেখে আপনারা ক্ষমতায় এসেছেন। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদ ও আন্দোলনকারীদের হেয় করবেন না। তাহলে দেশ টিকে থাকবে না।’ আজ শনিবার গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন, তাদের সতর্ক থাকতে হবে ও ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় যারা থাকে, তারা সহজে ক্ষমতা ছাড়তে চায় না। তারা বুঝতেও চায় না যে, ক্ষমতা আঁকড়ে রাখা তাদের কাজ নয়।’
দুদু আরও বলেন, ‘একটি গোষ্ঠী সব সময়ই স্বপ্ন দেখে যে, এক মাসের মধ্যেই সরকার পরিবর্তন হয়ে যাবে, বিপ্লব ও গণ-অভ্যুত্থান ঘটে যাবে। অথচ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বর্তমান সরকারপ্রধানও অতীত থেকে শিক্ষা না নিয়ে শুধু সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন।’
ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে পরিচয় করিয়ে দিলেন-যিনি নাকি এক মাসের মধ্যে সব সমস্যার সমাধান করতে পারেন। অথচ এই ‘মাস্টারমাইন্ড’ দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না। তাহলে কেন তাদের দিয়ে বাস্তব সমস্যাগুলোর সমাধান হচ্ছে না?’
রাজনীতিবিদদের অবদানের কথা তুলে ধরে দুদু বলেন, ‘কোনো রাজনীতিবিদ এনজিও চালাতে যায় না, তাঁরা সাধারণ মানুষের কাছে যায়। সাধারণ মানুষ যখন এনজিওগুলোর চাপ সহ্য করতে পারে না, তখন তাঁরা রাজনীতিবিদদের দ্বারস্থ হয়। রাজনীতিবিদেরা স্বপ্ন দেখায়। কখনো সফল হয়, কখনো ব্যর্থ হয়। কিন্তু শেষ পর্যন্ত তারাই দেশ পরিচালনা করে।’
দুদু আরও বলেন, ‘যারা রাজনীতিবিদদের ছোট করছে, তারা আসলে স্বৈরতন্ত্রেরই প্রতিচ্ছবি তুলে ধরছে। রাজনৈতিক নেতৃত্ব দুর্বল হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কলিম। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, শাহজাহান মিয়া সম্রাটসহ অন্য নেতারা সভায় বক্তব্য রাখেন।
রাজনীতিবিদদের অবমূল্যায়ন না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘ছাত্রদের কাঁধে পা রেখে আপনারা ক্ষমতায় এসেছেন। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদ ও আন্দোলনকারীদের হেয় করবেন না। তাহলে দেশ টিকে থাকবে না।’ আজ শনিবার গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন, তাদের সতর্ক থাকতে হবে ও ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় যারা থাকে, তারা সহজে ক্ষমতা ছাড়তে চায় না। তারা বুঝতেও চায় না যে, ক্ষমতা আঁকড়ে রাখা তাদের কাজ নয়।’
দুদু আরও বলেন, ‘একটি গোষ্ঠী সব সময়ই স্বপ্ন দেখে যে, এক মাসের মধ্যেই সরকার পরিবর্তন হয়ে যাবে, বিপ্লব ও গণ-অভ্যুত্থান ঘটে যাবে। অথচ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বর্তমান সরকারপ্রধানও অতীত থেকে শিক্ষা না নিয়ে শুধু সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন।’
ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে পরিচয় করিয়ে দিলেন-যিনি নাকি এক মাসের মধ্যে সব সমস্যার সমাধান করতে পারেন। অথচ এই ‘মাস্টারমাইন্ড’ দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না। তাহলে কেন তাদের দিয়ে বাস্তব সমস্যাগুলোর সমাধান হচ্ছে না?’
রাজনীতিবিদদের অবদানের কথা তুলে ধরে দুদু বলেন, ‘কোনো রাজনীতিবিদ এনজিও চালাতে যায় না, তাঁরা সাধারণ মানুষের কাছে যায়। সাধারণ মানুষ যখন এনজিওগুলোর চাপ সহ্য করতে পারে না, তখন তাঁরা রাজনীতিবিদদের দ্বারস্থ হয়। রাজনীতিবিদেরা স্বপ্ন দেখায়। কখনো সফল হয়, কখনো ব্যর্থ হয়। কিন্তু শেষ পর্যন্ত তারাই দেশ পরিচালনা করে।’
দুদু আরও বলেন, ‘যারা রাজনীতিবিদদের ছোট করছে, তারা আসলে স্বৈরতন্ত্রেরই প্রতিচ্ছবি তুলে ধরছে। রাজনৈতিক নেতৃত্ব দুর্বল হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কলিম। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, শাহজাহান মিয়া সম্রাটসহ অন্য নেতারা সভায় বক্তব্য রাখেন।
জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডন বৈঠকের প্রতিশ্রুতি রাখবেন বলে প্রত্যাশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) এবং দেশবাসীকে কথা দিয়েছেন
১০ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদ্যন্ত্রে আগামীকাল শনিবার সকালে অস্ত্রোপচার করা হবে। আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
১১ ঘণ্টা আগেসামান্তা বলেন, জুলাই আন্দোলনে প্রত্যেকটা জেলায় মেয়েরা সামনে ছিলেন। কিন্তু এখনকার বাস্তবতা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে সব কমিটিতে নারীদের খুব সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে। এর অংশ হিসেবে তাঁদের সাইবার বুলিং করা হচ্ছে; দেখানো হচ্ছে, মেয়েরা পলিটিকসে ‘অনিরাপদ’। মেয়েদের পরিবার
১২ ঘণ্টা আগেআলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারকে শুল্ক কমাতে রাজি করাতে পারায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সে জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে।’
১২ ঘণ্টা আগে