Ajker Patrika

জবিতে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল

জবি প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৯: ০৭
জবিতে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মিছিল শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক, সদরঘাট এলাকা প্রদক্ষিণ করে ভাষাশহীদ রফিক ভবন চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

এদিকে একই সময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশের হামলা ও মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সামসুল আরেফিনের নেতৃত্বে মিছিল হয়। মিছিলটি ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে শেষ হয়।

জবিতে ছাত্রলীগের মিছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত আছে। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে, তার উত্তম জবাব দেওয়া হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সামসুল আরেফিন বলেন, ‘প্রধানমন্ত্রীর মতো জায়গায় থেকে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। ছাত্রদল সভাপতির ওপর পুলিশের হামলা-মামলা বন্ধ করতে হবে। অন্যথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে জবাব দেবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত