Ajker Patrika

বিএনপি নির্বাচন প্রতিহত করতে বলেনি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নির্বাচন প্রতিহত করতে বলেনি: মঈন খান

বিএনপি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে, প্রতিহত করতে বলেনি। আসন্ন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের কাছে এই দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। 

আজ মঙ্গলবার নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর গুলশানে লিফলেট বিতরণকালে তিনি বলেন, ‘আমরা এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না। কেউ কেউ এ বিষয়ে মিথ্যা বলছে যে, আমরা নাকি নির্বাচন প্রতিহত করব। এটা সম্পূর্ণ ভুল কথা। বিএনপি কোনো দিন বলে না যে, তারা নির্বাচন প্রতিহত করবে। বিএনপি বলেছে-এটা কোনো নির্বাচন নয়, এটা নির্বাচনের তামাশা। আমরা এই নির্বাচনকে পরিহার করছি।’ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘প্রতিহত করা না করা আমাদের কোনো বিষয় না। সরকার বিএনপির মুখ দিয়ে এই মিথ্যাচার করানোর চেষ্টা করছে, তার উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। এই সরকার ভিন্ন মত সহ্য করতে পারে না। এ জন্যই তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়।’

বিএনপিসহ বিরোধীদের চলমান আন্দোলন প্রসঙ্গে আবদুল মঈন খান বলেন, ‘আমরা ভোটের অধিকার দেশের মানুষের কাছে ফিরিয়ে দেব। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জনগণের দাবি নিয়ে জনগণের সঙ্গে আছি। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত