নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে গত শনিবার রাতে এ তথ্য জানানো হয়। শিগগির নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করা নিয়ে দলে এবং দলের বাইরে আলোচনা চলছে।
বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার কোনো কারণ না বলা হলেও দলীয় সূত্র বলছে, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে মোটাদাগে রয়েছে দখল ও চাঁদাবাজি। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা মাধ্যমে খবর নেন। তারপরই এই পদক্ষেপ।
বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও জানিয়েছে একটি সূত্র। সূত্রের দাবি, কমিটি গঠনসহ নানা বিষয়ে দুই নেতার মতের মিল ছিল না। তাঁদের দুজনের নামেই মহানগর উত্তরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দুই নেতার মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক বেশি। নতুন কমিটিতে ওই নেতার থাকার সম্ভাবনা খুবই কম।
নতুন কমিটিতে কারা আসতে পারেন, জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। তবে বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যেকোনো একজন বাদ পড়তে পারেন। নতুন কমিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
কমিটি বিলুপ্ত করা ও অভিযোগের বিষয়ে জানতে গতকাল রোববার সাইফুল আলম নিরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়ায় কথা বলা যায়নি।
তবে বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দল যা ভালো মনে করেছে, তা-ই করেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু বলার সুযোগ নেই। তবে আশা করছি, আগামীতে ভালো কিছুই হবে।’
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে গত শনিবার রাতে এ তথ্য জানানো হয়। শিগগির নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করা নিয়ে দলে এবং দলের বাইরে আলোচনা চলছে।
বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার কোনো কারণ না বলা হলেও দলীয় সূত্র বলছে, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে মোটাদাগে রয়েছে দখল ও চাঁদাবাজি। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা মাধ্যমে খবর নেন। তারপরই এই পদক্ষেপ।
বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও জানিয়েছে একটি সূত্র। সূত্রের দাবি, কমিটি গঠনসহ নানা বিষয়ে দুই নেতার মতের মিল ছিল না। তাঁদের দুজনের নামেই মহানগর উত্তরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দুই নেতার মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক বেশি। নতুন কমিটিতে ওই নেতার থাকার সম্ভাবনা খুবই কম।
নতুন কমিটিতে কারা আসতে পারেন, জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। তবে বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যেকোনো একজন বাদ পড়তে পারেন। নতুন কমিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
কমিটি বিলুপ্ত করা ও অভিযোগের বিষয়ে জানতে গতকাল রোববার সাইফুল আলম নিরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়ায় কথা বলা যায়নি।
তবে বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দল যা ভালো মনে করেছে, তা-ই করেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু বলার সুযোগ নেই। তবে আশা করছি, আগামীতে ভালো কিছুই হবে।’
মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
৯ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১০ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশন গতকাল তাদের সুপারিশমালা জমা দেওয়ার পর কয়েকটি সুপারিশ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
১২ ঘণ্টা আগেসংস্কারের বিষয়ে আর কোনো সংকট দেখছে না বিএনপি। এই অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে মনে করছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। সবাই সবার মতামত দিয়েছে। ঐকমত্য কোথায় কোথায় হয়েছে, তা জানতে এক সপ্তাহের...
১২ ঘণ্টা আগে