নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে গত শনিবার রাতে এ তথ্য জানানো হয়। শিগগির নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করা নিয়ে দলে এবং দলের বাইরে আলোচনা চলছে।
বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার কোনো কারণ না বলা হলেও দলীয় সূত্র বলছে, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে মোটাদাগে রয়েছে দখল ও চাঁদাবাজি। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা মাধ্যমে খবর নেন। তারপরই এই পদক্ষেপ।
বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও জানিয়েছে একটি সূত্র। সূত্রের দাবি, কমিটি গঠনসহ নানা বিষয়ে দুই নেতার মতের মিল ছিল না। তাঁদের দুজনের নামেই মহানগর উত্তরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দুই নেতার মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক বেশি। নতুন কমিটিতে ওই নেতার থাকার সম্ভাবনা খুবই কম।
নতুন কমিটিতে কারা আসতে পারেন, জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। তবে বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যেকোনো একজন বাদ পড়তে পারেন। নতুন কমিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
কমিটি বিলুপ্ত করা ও অভিযোগের বিষয়ে জানতে গতকাল রোববার সাইফুল আলম নিরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়ায় কথা বলা যায়নি।
তবে বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দল যা ভালো মনে করেছে, তা-ই করেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু বলার সুযোগ নেই। তবে আশা করছি, আগামীতে ভালো কিছুই হবে।’
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে গত শনিবার রাতে এ তথ্য জানানো হয়। শিগগির নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করা নিয়ে দলে এবং দলের বাইরে আলোচনা চলছে।
বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার কোনো কারণ না বলা হলেও দলীয় সূত্র বলছে, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে মোটাদাগে রয়েছে দখল ও চাঁদাবাজি। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা মাধ্যমে খবর নেন। তারপরই এই পদক্ষেপ।
বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও জানিয়েছে একটি সূত্র। সূত্রের দাবি, কমিটি গঠনসহ নানা বিষয়ে দুই নেতার মতের মিল ছিল না। তাঁদের দুজনের নামেই মহানগর উত্তরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দুই নেতার মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক বেশি। নতুন কমিটিতে ওই নেতার থাকার সম্ভাবনা খুবই কম।
নতুন কমিটিতে কারা আসতে পারেন, জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। তবে বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যেকোনো একজন বাদ পড়তে পারেন। নতুন কমিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
কমিটি বিলুপ্ত করা ও অভিযোগের বিষয়ে জানতে গতকাল রোববার সাইফুল আলম নিরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়ায় কথা বলা যায়নি।
তবে বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দল যা ভালো মনে করেছে, তা-ই করেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু বলার সুযোগ নেই। তবে আশা করছি, আগামীতে ভালো কিছুই হবে।’
জাতীয় সংসদে বিদ্যমান সংরক্ষিত ৫০টি নারী আসন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী নির্বাচনে সংসদে মোট আসনের মধ্যে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে দলটি। পরে ধারাবাহিকভাবে এই হার বাড়ানোর পক্ষে বিএনপি।
২৫ মিনিট আগেতারিক আদনান মুন বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশির শ্রম, মেধা ও রেমিট্যান্সে বাংলাদেশ চলমান। অথচ এখনো তাঁদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শুধু একটি-দুটি দেশে সীমিত পাইলট প্রকল্প চালুর কথা বলা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।’
৪০ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেমে, পুরোনো আইনে আমরা আর এ বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব উপ ও শাখা কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে কয়েকজন নেতা-কর্মীর গ্রেপ্তার ইস্যুতে আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২ ঘণ্টা আগে