নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘একটি গোষ্ঠী আছে যারা জনগণের বিপক্ষে, উচ্ছিষ্টভোগী। তাঁরা নিরপেক্ষ নির্বাচন চায় না। আওয়ামী লীগের চুরির পর থেকে যাওয়া উচ্ছিষ্ট এরা চুরি করে। মানুষ জানে তাঁরা কারা—সুতরাং আমাদের এদের নিয়ে মাথাব্যথা নেই। আমরা সঠিক পথেই আছি।’ —শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সভায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এ সব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও বিএনপির প্রয়াত কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন।
সভার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যেখানে বাংলাদেশে নির্বাচন বলে কিছু নেই, সেখানে অংশগ্রহণের প্রশ্ন আসছে কোথা থেকে। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ করবে কিনা—তা প্রশ্ন করতে হবে না।’
মানুষের অধিকার, বাক স্বাধীনতা সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর উল্লেখ করে আমির খসরু মাহমুদ বলেন, ‘আমরা যারা জনগণ, অধিকার, বাক স্বাধীনতা, গণতন্ত্রের পক্ষে তাঁরা সুষ্ঠু নির্বাচন চাই। তাঁদের মধ্যে কোনো দ্বিমত নাই। এই সরকারের পতনে যাদের দ্বিমত থাকবে না আমরা তাদের সঙ্গে কাজ করতে রাজি আছি।’
দেশ ভয়ংকর সংকটের দিকে যাচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘দেশে যাদের বর্তমান বয়স ৩০ / ৩২ তাঁরা গত দুই তিন বার ভোট দিতে পারেন নাই। তাঁরা আগামী দিনে ভোট দিতে পারবে কিনা এটা নিয়ে শঙ্কায় আছে। এই শঙ্কা আজ বিশ্বব্যাপী। বিশ্বে যারা গণতন্ত্র চর্চা করে সবাই আজ বাংলাদেশের দিকে তাকিয়ে।’
এ সময় আমির খসরু মাহমুদ, খোন্দকার দেলোওয়ার হোসেনকে ওয়ান ইলেভেনের সময় বিএনপির রক্ষাকবচ বলে উল্লেখ করেন।
সভায় মূল বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘২০২২ সালেই একটি ঝড় উঠবে। এই ঝড় গণতন্ত্র, স্বাধীনতা, একাত্তরের শহীদদের সপক্ষে। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের কাছে জনগণ যা প্রত্যাশা করেছিল—তার কিছুই তারা পায়নি। শেখ মুজিবের শাসনকালেই তো আওয়ামী লীগের লোকজন তাঁর কথা শুনে নাই, এখন কীভাবে শুনবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির।
‘একটি গোষ্ঠী আছে যারা জনগণের বিপক্ষে, উচ্ছিষ্টভোগী। তাঁরা নিরপেক্ষ নির্বাচন চায় না। আওয়ামী লীগের চুরির পর থেকে যাওয়া উচ্ছিষ্ট এরা চুরি করে। মানুষ জানে তাঁরা কারা—সুতরাং আমাদের এদের নিয়ে মাথাব্যথা নেই। আমরা সঠিক পথেই আছি।’ —শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সভায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এ সব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও বিএনপির প্রয়াত কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন।
সভার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যেখানে বাংলাদেশে নির্বাচন বলে কিছু নেই, সেখানে অংশগ্রহণের প্রশ্ন আসছে কোথা থেকে। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ করবে কিনা—তা প্রশ্ন করতে হবে না।’
মানুষের অধিকার, বাক স্বাধীনতা সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর উল্লেখ করে আমির খসরু মাহমুদ বলেন, ‘আমরা যারা জনগণ, অধিকার, বাক স্বাধীনতা, গণতন্ত্রের পক্ষে তাঁরা সুষ্ঠু নির্বাচন চাই। তাঁদের মধ্যে কোনো দ্বিমত নাই। এই সরকারের পতনে যাদের দ্বিমত থাকবে না আমরা তাদের সঙ্গে কাজ করতে রাজি আছি।’
দেশ ভয়ংকর সংকটের দিকে যাচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘দেশে যাদের বর্তমান বয়স ৩০ / ৩২ তাঁরা গত দুই তিন বার ভোট দিতে পারেন নাই। তাঁরা আগামী দিনে ভোট দিতে পারবে কিনা এটা নিয়ে শঙ্কায় আছে। এই শঙ্কা আজ বিশ্বব্যাপী। বিশ্বে যারা গণতন্ত্র চর্চা করে সবাই আজ বাংলাদেশের দিকে তাকিয়ে।’
এ সময় আমির খসরু মাহমুদ, খোন্দকার দেলোওয়ার হোসেনকে ওয়ান ইলেভেনের সময় বিএনপির রক্ষাকবচ বলে উল্লেখ করেন।
সভায় মূল বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘২০২২ সালেই একটি ঝড় উঠবে। এই ঝড় গণতন্ত্র, স্বাধীনতা, একাত্তরের শহীদদের সপক্ষে। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের কাছে জনগণ যা প্রত্যাশা করেছিল—তার কিছুই তারা পায়নি। শেখ মুজিবের শাসনকালেই তো আওয়ামী লীগের লোকজন তাঁর কথা শুনে নাই, এখন কীভাবে শুনবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির।
বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করতে সরকার নতজানু ভূমিকা পালন করছে— এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
৬ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
৬ ঘণ্টা আগেচার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
৮ ঘণ্টা আগেআজ শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংখ্যানুপাতিক হারে ভোটের (পিআর) নামে দেশে জগাখিচুড়ি চলছেও বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ির ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্নরকম কথা বলতে...
১১ ঘণ্টা আগে