নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডলারের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। দেশের অর্থনীতির জন্য এটাকে ‘অশনিসংকেত’ বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেকারণে রিজার্ভ নিয়ে সরকারকে তুষ্টিতে ভুগতে মানা করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডলারের মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ১৬ মে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তের কথা তুলে ধরেন বিএনপির মহাসচিব।
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির এখন যে অবস্থা, তার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি অশনিসংকেত। অদূরভবিষ্যতে আমরা শ্রীলঙ্কার মতো বিপদে পড়তে পারি, সেই আশঙ্কা আছে এবং সেই আশঙ্কা বাস্তবভিত্তিকই বলা যেতে পারে।’
পদ্মা সেতুতে বিএনপির লোকজন ক্ষমা চেয়ে চলাচল করতে পারবেন-তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ওনারা কি ওইটা (পদ্মা সেতু) ওনাদের পৈতৃক সম্পত্তি থেকে বানিয়েছেন নাকি আমাদের সবার পকেটের টাকা দিয়ে বানিয়েছেন? আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন এবং ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটি টাকায় নিয়ে গেছেন চুরি করে। কাজেই এই সমস্ত কথাবার্তা তাঁদের মুখে শোভা পায় না।’
পদ্মা সেতুর টোল নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এটা অত্যন্ত বেশি ধরা হয়েছে। এতে করে যাঁরা যাতায়াত করবেন, তাঁদের আগে যে ব্যয় হতো, তার চেয়ে ব্যয় অনেক বেশি হবে।’
সরকারের একমাত্র লক্ষ্য লুটপাট এবং জনগণের সম্পদকে পুরোপুরি পকেটে ভরার। এই সরকার সরে গেলে অবস্থার পরিবর্তন হবে বলেন ফখরুল।
সরকার পতন আন্দোলনের জন্য ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ অগ্রগতি বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ঐক্য প্রক্রিয়া প্রায় শেষের দিকে, চূড়ান্ত পর্যায়ে। সময় হলেই এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা আসবে।’
ডলারের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। দেশের অর্থনীতির জন্য এটাকে ‘অশনিসংকেত’ বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেকারণে রিজার্ভ নিয়ে সরকারকে তুষ্টিতে ভুগতে মানা করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডলারের মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ১৬ মে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তের কথা তুলে ধরেন বিএনপির মহাসচিব।
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির এখন যে অবস্থা, তার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি অশনিসংকেত। অদূরভবিষ্যতে আমরা শ্রীলঙ্কার মতো বিপদে পড়তে পারি, সেই আশঙ্কা আছে এবং সেই আশঙ্কা বাস্তবভিত্তিকই বলা যেতে পারে।’
পদ্মা সেতুতে বিএনপির লোকজন ক্ষমা চেয়ে চলাচল করতে পারবেন-তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ওনারা কি ওইটা (পদ্মা সেতু) ওনাদের পৈতৃক সম্পত্তি থেকে বানিয়েছেন নাকি আমাদের সবার পকেটের টাকা দিয়ে বানিয়েছেন? আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন এবং ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটি টাকায় নিয়ে গেছেন চুরি করে। কাজেই এই সমস্ত কথাবার্তা তাঁদের মুখে শোভা পায় না।’
পদ্মা সেতুর টোল নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এটা অত্যন্ত বেশি ধরা হয়েছে। এতে করে যাঁরা যাতায়াত করবেন, তাঁদের আগে যে ব্যয় হতো, তার চেয়ে ব্যয় অনেক বেশি হবে।’
সরকারের একমাত্র লক্ষ্য লুটপাট এবং জনগণের সম্পদকে পুরোপুরি পকেটে ভরার। এই সরকার সরে গেলে অবস্থার পরিবর্তন হবে বলেন ফখরুল।
সরকার পতন আন্দোলনের জন্য ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ অগ্রগতি বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ঐক্য প্রক্রিয়া প্রায় শেষের দিকে, চূড়ান্ত পর্যায়ে। সময় হলেই এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা আসবে।’
গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় ও নির্বাচনী তহবিলের জন্য ধনীরা অর্থসহায়তা দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই লক্ষ্যে ক্রাউডফান্ডিং...
৬ ঘণ্টা আগেভুল তথ্য ছড়িয়ে মব উসকে দেওয়ার অভিযোগে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
৬ ঘণ্টা আগেআবারও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্ব নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। তাই দুই পক্ষকেই ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আম প্রতীকের দলটির দুই পক্ষের শুনানি শেষে ইসি সিদ্ধান্ত এ বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির বর্তমান চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু অংশের শুনানি ক
৭ ঘণ্টা আগেঢাকায় কর্মরত বিদেশি কুটনীতিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই ইফতার অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানিলোভিজ, পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কে
৮ ঘণ্টা আগে