Ajker Patrika

ডলারের মূল্য বৃদ্ধি অশনিসংকেত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২২, ১৯: ২০
ডলারের মূল্য বৃদ্ধি অশনিসংকেত: মির্জা ফখরুল

ডলারের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। দেশের অর্থনীতির জন্য এটাকে ‘অশনিসংকেত’ বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেকারণে রিজার্ভ নিয়ে সরকারকে তুষ্টিতে ভুগতে মানা করেছেন তিনি। 

আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডলারের মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ১৬ মে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তের কথা তুলে ধরেন বিএনপির মহাসচিব।

বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির এখন যে অবস্থা, তার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি অশনিসংকেত। অদূরভবিষ্যতে আমরা শ্রীলঙ্কার মতো বিপদে পড়তে পারি, সেই আশঙ্কা আছে এবং সেই আশঙ্কা বাস্তবভিত্তিকই বলা যেতে পারে।’ 

পদ্মা সেতুতে বিএনপির লোকজন ক্ষমা চেয়ে চলাচল করতে পারবেন-তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ওনারা কি ওইটা (পদ্মা সেতু) ওনাদের পৈতৃক সম্পত্তি থেকে বানিয়েছেন নাকি আমাদের সবার পকেটের টাকা দিয়ে বানিয়েছেন? আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন এবং ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটি টাকায় নিয়ে গেছেন চুরি করে। কাজেই এই সমস্ত কথাবার্তা তাঁদের মুখে শোভা পায় না।’ 

পদ্মা সেতুর টোল নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এটা অত্যন্ত বেশি ধরা হয়েছে। এতে করে যাঁরা যাতায়াত করবেন, তাঁদের আগে যে ব্যয় হতো, তার চেয়ে ব্যয় অনেক বেশি হবে।’ 

সরকারের একমাত্র লক্ষ্য লুটপাট এবং জনগণের সম্পদকে পুরোপুরি পকেটে ভরার। এই সরকার সরে গেলে অবস্থার পরিবর্তন হবে বলেন ফখরুল। 

সরকার পতন আন্দোলনের জন্য ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ অগ্রগতি বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ঐক্য প্রক্রিয়া প্রায় শেষের দিকে, চূড়ান্ত পর্যায়ে। সময় হলেই এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা আসবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত