Ajker Patrika

রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্বের সুবিধা নিতে চায় সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪: ০৩
রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্বের সুবিধা নিতে চায় সরকার: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্র সফরে 'মিথ্যাচার' ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, সফর থেকে কোনো সমস্যারই সমাধান আনতে পারেননি প্রধানমন্ত্রী। এমনকি রোহিঙ্গাদের যে সমস্যা, সেই সমস্যারও কোনো সমাধান আনতে পারেননি শুধু নিজেদের স্বার্থে।

আজ রোববার চন্দ্রিমা উদ্যানে নবগঠিত কৃষক দলের কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির মহাসচিব। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুলের ধারণা, রোহিঙ্গা ইস্যুতে সরকার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমা বিশ্বের সুবিধা নিতে চায়। যে কারণে এই ইস্যুটাকে জিইয়ে রাখা হয়েছে।

ফখরুল বলেন, 'রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন, সরকার বলুন, তাঁরা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখন পর্যন্ত শুধু এই ইস্যুতে কোনো দেশ সফর করেনি। এই সমস্যা সমাধানে তাঁরা কোনো পথ খুঁজে বের করতে পারেনি।'

যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর অর্জন কী জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, 'অর্জন তাঁর একটাই। আরও মিথ্যাচার কীভাবে করা যায়।' 

ফখরুলের অভিযোগ, দেশের সমস্যা নিয়ে কিছু না বললেও সফরকালের বক্তৃতায় মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে অনেক নেতিবাচক কথা বলেছেন। এর প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা করছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত