নিজস্ব প্রতিবেদক,ঢাকা
যুক্তরাষ্ট্র সফরে 'মিথ্যাচার' ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, সফর থেকে কোনো সমস্যারই সমাধান আনতে পারেননি প্রধানমন্ত্রী। এমনকি রোহিঙ্গাদের যে সমস্যা, সেই সমস্যারও কোনো সমাধান আনতে পারেননি শুধু নিজেদের স্বার্থে।
আজ রোববার চন্দ্রিমা উদ্যানে নবগঠিত কৃষক দলের কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির মহাসচিব। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুলের ধারণা, রোহিঙ্গা ইস্যুতে সরকার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমা বিশ্বের সুবিধা নিতে চায়। যে কারণে এই ইস্যুটাকে জিইয়ে রাখা হয়েছে।
ফখরুল বলেন, 'রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন, সরকার বলুন, তাঁরা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখন পর্যন্ত শুধু এই ইস্যুতে কোনো দেশ সফর করেনি। এই সমস্যা সমাধানে তাঁরা কোনো পথ খুঁজে বের করতে পারেনি।'
যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর অর্জন কী জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, 'অর্জন তাঁর একটাই। আরও মিথ্যাচার কীভাবে করা যায়।'
ফখরুলের অভিযোগ, দেশের সমস্যা নিয়ে কিছু না বললেও সফরকালের বক্তৃতায় মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে অনেক নেতিবাচক কথা বলেছেন। এর প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা করছি।'
যুক্তরাষ্ট্র সফরে 'মিথ্যাচার' ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, সফর থেকে কোনো সমস্যারই সমাধান আনতে পারেননি প্রধানমন্ত্রী। এমনকি রোহিঙ্গাদের যে সমস্যা, সেই সমস্যারও কোনো সমাধান আনতে পারেননি শুধু নিজেদের স্বার্থে।
আজ রোববার চন্দ্রিমা উদ্যানে নবগঠিত কৃষক দলের কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির মহাসচিব। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুলের ধারণা, রোহিঙ্গা ইস্যুতে সরকার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমা বিশ্বের সুবিধা নিতে চায়। যে কারণে এই ইস্যুটাকে জিইয়ে রাখা হয়েছে।
ফখরুল বলেন, 'রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন, সরকার বলুন, তাঁরা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখন পর্যন্ত শুধু এই ইস্যুতে কোনো দেশ সফর করেনি। এই সমস্যা সমাধানে তাঁরা কোনো পথ খুঁজে বের করতে পারেনি।'
যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর অর্জন কী জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, 'অর্জন তাঁর একটাই। আরও মিথ্যাচার কীভাবে করা যায়।'
ফখরুলের অভিযোগ, দেশের সমস্যা নিয়ে কিছু না বললেও সফরকালের বক্তৃতায় মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে অনেক নেতিবাচক কথা বলেছেন। এর প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা করছি।'
বিএনপির এই নেতা বলেন, নিজের ক্ষমতা ও গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে মৌলবাদ ও জঙ্গিবাদে দেশ ভরে গেছে বলে উপস্থাপন করতেন শেখ হাসিনা। এ দেশ সাম্প্রদায়িক বিভাজনে ভরপুর—এসব দেখাতে চেয়েছেন। আমাকে ভোট দিন (শেখ হাসিনাকে) বলে দিনের ভোট রাতে করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা। তিনি
১ ঘণ্টা আগেজামায়াতে ইসলামী আজেবাজে থিওরি দিয়ে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল বলছে, ১৯৭১ সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল। সেদিনের স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম নাকি ভুল ছিল। এ ধরনের কথা বাং
৩ ঘণ্টা আগেতিনি বলেন, নব্য ফ্যাসিবাদের জন্ম হচ্ছে—যাঁরা এই অপবাদ দিচ্ছেন, তাঁরা অপবাদ দেওয়ার যোগ্যতা অর্জন করেননি। বিএনপি একটি আদর্শের দল। এই দল স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছে, এরশাদবিরোধী আন্দোলন করেছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে এই দলের নেতা-কর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত...
৪ ঘণ্টা আগেবিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেছেন, ‘গত এক বছরে আমাদের রাষ্ট্র ও সমাজে বৈষম্য আরও বেড়েছে। না খেয়ে থাকা মানুষের সংখ্যা ও কর্মহীনতা বেড়েছে, বিনিয়োগ পরিস্থিতিও খারাপ হয়েছে। সাধারণ মানুষ ও শ্রমিকেরা প্রতিদিন বুকচাপা কষ্ট নিয়ে দিন পার করছেন।’
৪ ঘণ্টা আগে