Ajker Patrika

ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় মানুষ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৮: ০১
ছাত্রদলের আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপি মহাসচিব। ছবি: আজকের পত্রিকা
ছাত্রদলের আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপি মহাসচিব। ছবি: আজকের পত্রিকা

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশের মানুষ অপেক্ষা করে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্ধারণ করেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। দেশের মানুষ অপেক্ষা করে আছে তারেক রহমান দেশে ফিরে আসবেন।’

আজ রোববার রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদলের আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে শপথ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পাশের দেশ থেকে হাসিনা মাঝে মাঝেই হুমকি দিচ্ছে। আজকের সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে—আমরা কোনো দিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না। শপথ নিতে হবে—আমরা কারও কাছে মাথা নত করব না।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের সামনে এখন লড়াই, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’ তিনি আরও বলেন, ‘নতুন একটা সূর্য উঠেছে। ওই সূর্য নতুন দিগন্তের সূচনা করেছে, আলোকিত করবে আমাদের সবাইকে। আমাদের বাংলাদেশকে নতুন করে তৈরি করার একটা সুযোগ তৈরি হয়েছে। আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ করে তুলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত