নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন বানচাল হলে মানুষ দুর্ভোগে পড়বেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘ড. ইউনুসকে অযোগ্য মনে করবেন না। গণ-অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে। তার প্রতি আমাদের আস্থা থাকবে, সমর্থন থাকবে। সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। বানচাল হলে দুর্ভোগে পড়বে মানুষ।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অবিলম্বে নির্বাচন দেন। মানুষ দিনের ভোট দিনে দেবে।’
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘যারা আমাদের খবরদারি করে। ১৬ বছর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হওয়ার সুযোগ দিয়েছে। আয়না ঘর বানানোর সুযোগ দিয়েছে। সেই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে গণতন্ত্রহীন করার সুযোগ দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভারত ১৯৭১ সালে আমাদের আশ্রয় দিয়েছিলেন, সেটা যেমন স্বীকার করি। একইভাবে অবৈধ শাসন দিয়ে, অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে ১৮ কোটি মানুষের ওপর চাপিয়ে দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে বহু মানুষের বুক খালি করেছে। সেই জন্য ভারতকে আমরা সমর্থন দিতে পারি না।’
‘নির্বাচিত গণতান্ত্রিক সরকারই ভারতীয় অপপ্রচার ও ঘৃণ্য আগ্রাসন রুখে দেওয়ার মূলমন্ত্র’ শীর্ষক এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে গণ ঐক্য পরিষদ।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গণ ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশীদ খান।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন বানচাল হলে মানুষ দুর্ভোগে পড়বেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘ড. ইউনুসকে অযোগ্য মনে করবেন না। গণ-অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে। তার প্রতি আমাদের আস্থা থাকবে, সমর্থন থাকবে। সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। বানচাল হলে দুর্ভোগে পড়বে মানুষ।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অবিলম্বে নির্বাচন দেন। মানুষ দিনের ভোট দিনে দেবে।’
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘যারা আমাদের খবরদারি করে। ১৬ বছর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হওয়ার সুযোগ দিয়েছে। আয়না ঘর বানানোর সুযোগ দিয়েছে। সেই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে গণতন্ত্রহীন করার সুযোগ দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভারত ১৯৭১ সালে আমাদের আশ্রয় দিয়েছিলেন, সেটা যেমন স্বীকার করি। একইভাবে অবৈধ শাসন দিয়ে, অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে ১৮ কোটি মানুষের ওপর চাপিয়ে দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে বহু মানুষের বুক খালি করেছে। সেই জন্য ভারতকে আমরা সমর্থন দিতে পারি না।’
‘নির্বাচিত গণতান্ত্রিক সরকারই ভারতীয় অপপ্রচার ও ঘৃণ্য আগ্রাসন রুখে দেওয়ার মূলমন্ত্র’ শীর্ষক এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে গণ ঐক্য পরিষদ।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গণ ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশীদ খান।
বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করতে সরকার নতজানু ভূমিকা পালন করছে— এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
৬ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
৬ ঘণ্টা আগেচার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
৮ ঘণ্টা আগেআজ শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংখ্যানুপাতিক হারে ভোটের (পিআর) নামে দেশে জগাখিচুড়ি চলছেও বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ির ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্নরকম কথা বলতে...
১১ ঘণ্টা আগে