Ajker Patrika

খালেদা জিয়ার অবস্থা এখনো স্থিতিশীল নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদা জিয়ার অবস্থা এখনো স্থিতিশীল নয়

হার্টে রিং পরানোর ৪৮ ঘণ্টা পরেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রকৃত অবস্থা জানাতে পারছেন না তাঁর চিকিৎসকেরা। তাঁরা বলছেন ৭২ ঘণ্টা পরে তাঁর প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যেতে পারে। তবে আজ সোমবার পর্যন্ত খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয় বলে জানান তাঁরা।

হার্টের সমস্যা নিয়ে গত শুক্রবার দিবাগত রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়লে শনিবার একটিতে রিং পরানো হয়। এরপর থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন তিনি। অবশিষ্ট দুইটি ব্লকের বিষয়ে এখনো কিছু ঠিক করা হয়নি। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে সোমবার বিকেলে আলোচনায় বসে মেডিকেল বোর্ড। 

এদিন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার অবস্থা এখনো স্থিতিশীল নয়। প্রকৃত অবস্থা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে বাকি ব্লক দুটির অপসারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 

এদিকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীসহ দেশব্যাপী কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবে সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী কৃষক দল ও জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দোয়া মাহফিলের আয়োজন করে। একই দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে দুই দিনের (মঙ্গল ও বুধবার) বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবক দল।

মহিলা দলের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ সরকার জানে তাঁকে মুক্তি দিলে কোটি লোকের সমাবেশ হবে। সেই ভয়েই খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

এদিকে ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি দিতে সরকারকে আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে সরকার আইনের অজুহাত না দেখিয়ে তাঁকে জামিন দেওয়া উচিত। তারপর তিনি যেখান ইচ্ছে যাক।’ 

এদিকে খালেদা জিয়ার এবারের অসুস্থতা আগের মত গুরুতর নয় বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকেরা আগেও তাঁকে (খালেদা জিয়া) মেধা ও যোগ্যতা দিয়ে সুস্থ করে তুলেছেন। আগে তিনি যেমন অসুস্থ ছিলেন এবারের অসুস্থতা তেমন নয়, আগের চেয়ে ভালো অবস্থায় তিনি আছেন।’ বিএনপির নেতারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন বলে এ সময় মন্তব্য করেন মন্ত্রী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত