নারায়ণগঞ্জ প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের আশ্বাস ও বিশ্বাসের ঘাটতি হয় নাই। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে। তাঁরা বিভ্রান্ত ছড়িয়েছেন যে ড. ইউনূস পদত্যাগ করবেন। তাঁরা অল্প বয়সে নেতা হয়ে আইনশৃঙ্খলাকে তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনতে যায়, বাসা ঘেরাও করে, সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও। যারা এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের প্রধান উপদেষ্টা সংযত হতে বলেছেন।’
আজ শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে নুর বলেন, ‘দেশ চালাতে যদি আপনার কোনো সমস্যা মনে হয়, আপনি সব দলের প্রধানকে ডাকেন, কথা বলেন। আমরা সবাই আপনাকে সহায়তা করবে।’
কয়েকজন উপদেষ্টার সমালোচনা করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যার কারণে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। আদালত নির্দেশনা দিলেও এনসিপির নেতা উপদেষ্টা আসিফ ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাককে বসতে দেবে না। বিএনপি একটি বড় দল। আদালত যখন রায় দেয়, আর সরকারের উপদেষ্টা যদি বাধা দেয়, তাহলে বিএনপি তো তা মেনে নেবে না। যার ফলে ঢাকায় গত কয়েক দিন আন্দোলন হয়েছে। এই নাবালক উপদেষ্টার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।’
নুর বলেন, ‘জুলাই আন্দোলন শুধু ছাত্রদের নিয়ে হয়নি। আপামর জনতা ঐক্যবদ্ধভাবে না নামলে শেখ হাসিনাকে উৎখাত করা যেত না। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা না দিয়ে ৯ মাস পর কেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর কারণ কী?’
নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের আশ্বাস ও বিশ্বাসের ঘাটতি হয় নাই। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে। তাঁরা বিভ্রান্ত ছড়িয়েছেন যে ড. ইউনূস পদত্যাগ করবেন। তাঁরা অল্প বয়সে নেতা হয়ে আইনশৃঙ্খলাকে তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনতে যায়, বাসা ঘেরাও করে, সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও। যারা এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের প্রধান উপদেষ্টা সংযত হতে বলেছেন।’
আজ শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে নুর বলেন, ‘দেশ চালাতে যদি আপনার কোনো সমস্যা মনে হয়, আপনি সব দলের প্রধানকে ডাকেন, কথা বলেন। আমরা সবাই আপনাকে সহায়তা করবে।’
কয়েকজন উপদেষ্টার সমালোচনা করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যার কারণে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। আদালত নির্দেশনা দিলেও এনসিপির নেতা উপদেষ্টা আসিফ ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাককে বসতে দেবে না। বিএনপি একটি বড় দল। আদালত যখন রায় দেয়, আর সরকারের উপদেষ্টা যদি বাধা দেয়, তাহলে বিএনপি তো তা মেনে নেবে না। যার ফলে ঢাকায় গত কয়েক দিন আন্দোলন হয়েছে। এই নাবালক উপদেষ্টার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।’
নুর বলেন, ‘জুলাই আন্দোলন শুধু ছাত্রদের নিয়ে হয়নি। আপামর জনতা ঐক্যবদ্ধভাবে না নামলে শেখ হাসিনাকে উৎখাত করা যেত না। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা না দিয়ে ৯ মাস পর কেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর কারণ কী?’
নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।
আবদুল মঈন খান বলেন, ‘বিএনপি ১৫ বছর যে সংগ্রাম করেছে, তার চূড়ান্ত হলো ২০২৪ সালের জুলাই আন্দোলন। যেটি ছিল প্রথম ধাপের স্বৈরাচার মুক্তি। ছাত্ররা যে স্ফুলিঙ্গ গড়ে তুলে সংগ্রাম করে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই। এই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য করার গৌরব কারোর একার নয়,
১৮ মিনিট আগেগোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতি
১ ঘণ্টা আগেআমীর খসরু বলেন, ‘এখানে ইন্ডাস্ট্রির একটা বিষয় আছে। গার্মেন্টস সেক্টর একটা বড় বিষয় আছে। অ্যাপ্লায়েন্স অ্যাসোসিয়েশনের একটি বিষয় আছে। নিরাপত্তাজনিত কিছু বিষয় চলে আসছে। আবার রাজনৈতিক দলগুলোর মতামতের একটা বিষয় আছে। সেই বিষয়গুলো আলোচনায় এসেছে। আমরা আশা করছি, দেশের স্বার্থে আগামী দিনের অর্থনীতি
১৮ ঘণ্টা আগেরাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট নিয়ে এসেছিল এনসিপি। এরপরও নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। নিবন্ধন পেতে দলটিকে নতুন করে আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে; যা আগামী ১৫ দিনের মধ্যে করতে হবে।
১৯ ঘণ্টা আগে