Ajker Patrika

বিএনপির অসহযোগ আন্দোলন একেবারেই ভুয়া: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৫: ২৭
Thumbnail image

বিএনপির ডাকা হরতাল, অবরোধসহ অসহযোগ আন্দোলনের আহ্বান ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য একেবারেই ভুয়া। ওদের হরতাল, অবরোধ, অসহযোগ সবই ভুয়া...ভুয়া...ভুয়া।’ 

আজ শনিবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাট উপজেলায় জিরো পয়েন্টে এক পথসভায় এসব কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অসহযোগ আন্দোলন এ দেশের মানুষ মানে না। তাদের কর্মসূচিকে জনগণই অসহযোগ করে থামিয়ে দেবে। বিএনপি সব ধরনের ট্যাক্স, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল বন্ধ করতে চায়। এটা করতে গেলে তাদের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে পরগাছা। এই পরগাছা বিএনপিকে রাজনীতি থেকে চিরতরে অস্তিত্ববিহীন করতে হবে। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না, স্বাধীনতা মানে না! বঙ্গবন্ধুকে সপরিবারে এবং জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে খুনি জিয়া-মোশতাক। এরা খুনি, আগুন-সন্ত্রাসী, গণতন্ত্র হত্যাকারী দল। এরা (বিএনপি) ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে, এখন তাঁকে ক্ষমতা থেকে হটাতে চায়।’ 

দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘গণতন্ত্র, উন্নয়ন, সংবিধান এবং দেশ বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। স্বাধীনতা রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী এমপি, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম এমপি, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলী একরাম, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাত, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত