Ajker Patrika

হিরো আলমের ওপর হামলা: ‘আগামী নির্বাচনে বিরোধী দলের প্রতি কেমন আচরণ হবে তার প্রতিফলন এটি’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৯: ৪০
হিরো আলমের ওপর হামলা: ‘আগামী নির্বাচনে বিরোধী দলের প্রতি কেমন আচরণ হবে তার প্রতিফলন এটি’ 

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ উপনির্বাচনে একজন প্রার্থী হিরো আলমের ওপর জয় বাংলা স্লোগান দিয়ে যেভাবে আক্রমণ করা হলো, তাতে প্রমাণ হয় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো মতাবলম্বীরা রাষ্ট্রে নিরাপদ থাকতে পারবে না। আগামী সংসদ নির্বাচনে বিরোধী দলের প্রতি কী আচরণ হবে তারও পূর্বাভাস বা প্রতিফলন ঘটেছে এ ঘটনায়। জনগণের ওপর হামলা বা নির্যাতন করে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ বন্ধ করা যায়—এ ধরনের চিন্তা সরকারের নৈতিক দেউলিয়াত্বের পরিচয় প্রকাশ করে। অবিলম্বে হিরো আলমের ওপর হামলাকারীসহ নির্দেশদাতাদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে। 

এর আগে আজ সোমবার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর এ হামলা হয়। হিরো আলমের ওপর হামলাকারীরা নৌকা প্রতীকের ব্যাজ পরে ছিলেন। 

হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশের গুলশান বিভাগ সূত্রে জানা যায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দুজনের একজনের নাম শেখ শহীদুল্লাহ বিপ্লব ও অপরজন সানোয়ার গাজী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত