Ajker Patrika

বায়তুল মোকাররমে কৃষক লীগের সমাবেশে দুপক্ষের মারামারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৩৭
বায়তুল মোকাররমে কৃষক লীগের সমাবেশে দুপক্ষের মারামারি

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের সমাবেশে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে সংঘর্ষে জড়ায় বাড্ডা থানা কৃষক লীগ ও আদাবর থানা কৃষক লীগ। কৃষক লীগের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে। 

এর আগে দুপুর ১২টার পর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষক লীগের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষ লাঠি নিয়ে মারামারিতে জড়ায়। 

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড্ডা থানা কৃষক লীগের সভাপতি রকি শিকদার ও সাধারণ সম্পাদক জনি মালুমের নেতা-কর্মীদের সঙ্গে আদাবার থানা কৃষক লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হলেও তারা মারামারিতে জড়িয়ে পড়ে। 

বাড্ডা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক জনি মালুমের এক কর্মী দাবি করেন, তাঁদের এক সহকর্মীর সঙ্গে আদাবর থানা কৃষক লীগের এক কর্মীর পায়ে পা লাগে। এ সময় আদাবর থানার নেতা-কর্মীরা চড়াও হন। এর কয়েক মিনিট পরে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র দুই পক্ষককে দুই দিকে নিয়ে যান। সমীর চন্দ্র স্টেজে ওঠার পর দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এক পক্ষ আরেক পক্ষের ওপর বাঁশ দিয়ে আঘাত করে। এমন পরিস্থিতিতে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র নিচে এসে দুপক্ষকে শান্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত