ময়মনসিংহ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারকে বহিষ্কার করেছে বিএনপি। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন তিনি।
বহিষ্কারের পর শাহ শহীদ সারোয়ার বলেছেন, ‘নির্বাচনে অংশ না নিলে সাধারণ মানুষের সেবা করা যায় না। এর আগের নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছিল। এবার একই কাজ করেছে দলটি। তাই আমি সিনিয়র নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। দল যা ভালো মনে করে তাই করুক।’
শাহ শহীদ সারোয়ার বলেন, ‘আমি দলের জন্য আর কী করব। ফুলপুর বসে থেকে ঢাকার রমনা থানায় ১৪টি মামলার আসামি হয়েছি। ঢাকায় থাকলে আমাকে প্রধান আসামি করে ফুলপুর থানায় মামলা হয়। আমার এক হাজার নেতা-কর্মী মামলা হামলার ভয়ে খেতে-খামারে ঘুমায়। জীবন বাজি রেখে দুই দিন আগেও মশাল মিছিল করেছি। বিপদে আপদে দলতো পাশে থাকছে না। অনেক নেতা-কর্মী জামিন পাচ্ছে না। নিজে বাঁচার পাশাপাশি নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে হবে।’
শাহ শহীদ সারোয়ার আরও বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ ছাড়া সাংবিধানিকভাবে সরকারের পতন ঘটানো সম্ভব না। ১৪ সালের নির্বাচনে আমরা না গিয়ে সরকারকে সুযোগ দিয়েছি। ২০১৮ সালে গুছিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। এবারও বলা হয়েছিল, সরকার হটিয়ে নির্বাচনে যাব। তা কি কোনো দিন সম্ভব? আমাকে কে বহিষ্কার করল না আবিষ্কার করল ভাবার সময় নেই।’
শাহ শহীদ সারওয়ার ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করে পরাজিত হন তিনি। এবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। গত বুধবার (২৯ নভেম্বর) বিকেলে তাঁর পক্ষে ফুলপুর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এর আগে এক বিজ্ঞপ্তিতে শাহ শহীদ সারোয়ারকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক শাহ শহীদ সারোয়ারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সর্বসাধারণের জ্ঞাতার্থে অবহিত করা হলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারকে বহিষ্কার করেছে বিএনপি। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন তিনি।
বহিষ্কারের পর শাহ শহীদ সারোয়ার বলেছেন, ‘নির্বাচনে অংশ না নিলে সাধারণ মানুষের সেবা করা যায় না। এর আগের নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছিল। এবার একই কাজ করেছে দলটি। তাই আমি সিনিয়র নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। দল যা ভালো মনে করে তাই করুক।’
শাহ শহীদ সারোয়ার বলেন, ‘আমি দলের জন্য আর কী করব। ফুলপুর বসে থেকে ঢাকার রমনা থানায় ১৪টি মামলার আসামি হয়েছি। ঢাকায় থাকলে আমাকে প্রধান আসামি করে ফুলপুর থানায় মামলা হয়। আমার এক হাজার নেতা-কর্মী মামলা হামলার ভয়ে খেতে-খামারে ঘুমায়। জীবন বাজি রেখে দুই দিন আগেও মশাল মিছিল করেছি। বিপদে আপদে দলতো পাশে থাকছে না। অনেক নেতা-কর্মী জামিন পাচ্ছে না। নিজে বাঁচার পাশাপাশি নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে হবে।’
শাহ শহীদ সারোয়ার আরও বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ ছাড়া সাংবিধানিকভাবে সরকারের পতন ঘটানো সম্ভব না। ১৪ সালের নির্বাচনে আমরা না গিয়ে সরকারকে সুযোগ দিয়েছি। ২০১৮ সালে গুছিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। এবারও বলা হয়েছিল, সরকার হটিয়ে নির্বাচনে যাব। তা কি কোনো দিন সম্ভব? আমাকে কে বহিষ্কার করল না আবিষ্কার করল ভাবার সময় নেই।’
শাহ শহীদ সারওয়ার ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করে পরাজিত হন তিনি। এবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। গত বুধবার (২৯ নভেম্বর) বিকেলে তাঁর পক্ষে ফুলপুর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এর আগে এক বিজ্ঞপ্তিতে শাহ শহীদ সারোয়ারকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক শাহ শহীদ সারোয়ারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সর্বসাধারণের জ্ঞাতার্থে অবহিত করা হলো।
২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয়-ব্যয় হিসাব
৩ ঘণ্টা আগেবাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করতে সরকার নতজানু ভূমিকা পালন করছে— এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
১৮ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
১৮ ঘণ্টা আগেচার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
২০ ঘণ্টা আগে