Ajker Patrika

বিএনপির কার্যালয়ে হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে আইনজীবী ফোরামের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির কার্যালয়ে হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে আইনজীবী ফোরামের বিক্ষোভ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, গুলি ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার এ বিক্ষোভ করা হয়।

বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্ট চত্বর থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব হয়ে সুপ্রিম কোর্টে এসে শেষ হয়। এতে কয়েকশ আইনজীবী অংশ নেন। মিছিল শুরুর আগে সুপ্রিম কোর্ট বার ভবন এবং জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করেন আইনজীবীরা। 

আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মিছিলে নেতৃত্ব দেন।

সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরাবিক্ষোভ সমাবেশে ব্যারিস্টার কায়সার বলেন, ‘বিনা উসকানিতে বিএনপি অফিসে এ ধরনের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা অত্যন্ত ন্যক্কারজনক। শুধু বিরোধী দলকে দমন করার জন্য এই ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছে।’ নেতারা অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে হত্যার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত