Ajker Patrika

বিএনপি বিদেশি শকুন দেশে নিয়ে আসতে চায়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৭: ৩৯
বিএনপি বিদেশি শকুন দেশে নিয়ে আসতে চায়: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিদেশি শকুন দেশে নিয়ে আসতে চায়। বিএনপি হচ্ছে শেখ রাসেলের খুনি। ১৫ আগস্টের প্রধান কুশীলব হচ্ছেন জিয়াউর রহমান। আজকে দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে। তারা জনগণের দিকে তাকায় না। 

তথ্যমন্ত্রী বলেন, কাক যেমন খাবারের উচ্ছিষ্টকে বিতরণ করছে, সেদিকে তাকিয়ে থাকে। বিএনপিও তেমন কাক ও শকুনের মতো তাকিয়ে থাকে। আজ বুধবার গুলিস্তানে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি। বেলা ৩টা থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগে এ সমাবেশের আয়োজন করে। 

হাছান মাহমুদ বলেন, ‘এদের চিনে রাখতে হবে। এরা বিদেশিদের হাতে দেশকে তুলে দিতে চায়। আমাদের শক্তি জনগণ। তাদের শক্তি বিদেশি শকুন।’

সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদকের আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের ওপর কোনো আঘাত আসলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিহত করব।’ 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘কোনোভাবেই যেন তাদের ষড়যন্ত্র বিজয় অর্জন করতে না পারে। আমাদের শক্তি জনগণ। আমরা যদি দুর্গ গড়ে তুলতে পারি তাহলে আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।’

বিএনপিকে খুনিদের দল দাবি করে সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, তারা খুনিদের দল, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এক চুলও ছাড় হবে না। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নাশকতা করার জন্য অস্ত্র জোগাড় করছে।

বিএনপি অস্ত্র জোগাড় শুরু করেছে বলে অভিযোগ করেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘তারা বোমা তৈরির কারখানা করছে। তারা পূজার পর মাঠে নামার কথা বলছে। আমরাও মাঠে নামব, যদি সহিংসতা করে এমন প্যাদানি দেব, বুড়িগঙ্গায় পড়বে।’

সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, ‘বিএনপির জনগণের ওপর আস্থা নেই। তারা পাকিস্তান ও আমেরিকার ওপর আস্থা আছে। আমাদের ভরসা জনগণ। তারা ঢাকায় অবস্থান ধর্মঘটের কথা বলছে, আমরা তাদের কোনোভাবেই অবস্থান করতে দেব না।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত