Ajker Patrika

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করতে এসে যা বললেন ডলি সায়ন্তনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭: ৩৯
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করতে এসে যা বললেন ডলি সায়ন্তনী

পাবনা-২ আসনে নবগঠিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ম্যুভমেন্ট (বিএনএম) মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আপিলের প্রস্তুতি নিচ্ছেন। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে প্রার্থিতা ফিরে পাবেন আশাপ্রকাশ করেন। 

ডলি সায়ন্তনী বলেন, ‘আমার ফল্ট ছিল। কারও ষড়যন্ত্রের কারণে মনোনয়নপত্র বাতিল হয়নি। আমার ছোট একটা ক্রেডিট কার্ডের ঝামেলা ছিল, যেটা আমার নলেজে ছিল না। বাচ্চা বাইরে পড়াশোনা করে সেই জন্য দেশের বাইরে যাওয়া-আসা করা লাগে। ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট পরিশোধ করে ইসিতে এসেছি।’

কত টাকা বকেয়া ছিল—এই প্রশ্নের জবাবে এই কণ্ঠশিল্পী বলেন, ‘খুব কম টাকা, বলার মতো না। যে অভিযোগটা এসেছে এটা আসলেই আমার ফল্ট ছিল। কারোর ষড়যন্ত্র দেখছি না। এটা আমি খেয়াল করি নাই। তবে আমি আশা করছি ইনশা আল্লাহ আমি আমার মনোনয়নপত্রের বৈধতা পাব।’

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত