Ajker Patrika

কথা বললে শিরশ্ছেদও হতে পারে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৪: ৫৭
কথা বললে শিরশ্ছেদও হতে পারে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে যে কথা বললে শিরশ্ছেদও হতে পারে।’ জাতীয় প্রেসক্লাবে আজ বুধবার সদ্য কারামুক্ত সাংবাদিক ও বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। 

চলতি অধিবেশনে সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইনের সমালোচনা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যম কর্মী আইন, আইনটা কারা করবে? আইনটা করছে সংসদের সদস্যরা, যারা নির্বাচিত হয়নি। যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে বসে আছে, তারা আইন তৈরি করবে গণমাধ্যমের জন্য। সেটার কী অবস্থা দাঁড়াবে আমরা জানি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এখানে কথা বলার কোনো স্বাধীনতা তো নেই-ই; কথা বললে শিরশ্ছেদও হতে পারে, এ রকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে।’

দলের চেয়ারপারসনকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে এত খারাপ অবস্থা কখনো দেখিনি। এখানে গণতান্ত্রিক মূল্যবোধ, শালীনতাবোধ এবং একজন আরেকজন সম্পর্কে যে সৌজন্যমূলক কথা বলবে, সেটা নেই। এ রকম একটা অবস্থা হয়েছে। হবে না কেন? যারা চাকর, তারা যদি মালিক বনে যায়, তখন তো সেরকম অবস্থাই দাঁড়াবে। এমন এমন কথা এমন এমন লোকজন বলছে, যারা কিন্তু জনগণের টাকায় চলাফেরা করছে। তাদের বেতন হয় জনগণের টাকায়, তারা মালিক হয়ে বসে আছে।’

স্বাধীনতা কনসার্টের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘একদিকে টিসিবির ট্রাকের পেছনে মানুষ লাইন দিচ্ছে। আর এই সময়ে প্রধানমন্ত্রী ভারত থেকে বিখ্যাত গায়ক এনে কনসার্ট করে গান শুনছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত