সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই সমর্থন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, পতিত সরকারের মন্ত্রীরা যেভাবে ভোগবিলাসে ব্যস্ত ছিল, বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাও একইভাবে ভোগবিলাসে লিপ্ত। তাঁরা ক্ষমতার অপব্যবহার করছেন।’
আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারসংলগ্ন বালুর মাঠে দরিদ্র মানুষের মধ্যে বিএনপির পক্ষে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন। একাধিক গাড়িও ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তী সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে যাঁরা এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েছেন, তাঁদের এসব আচরণে সংস্কারের যে অ্যাজেন্ডা, তা থেকে আমরা পিছিয়ে পড়ব। যেসব উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন, অন্তর্বর্তী সরকার থেকে তাঁদের পদত্যাগ করা দরকার।’ এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সেই উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান জানান।
টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জহির ব্যাপারী অনুষ্ঠান সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহসভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপদেষ্টা আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা প্রমুখ।
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই সমর্থন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, পতিত সরকারের মন্ত্রীরা যেভাবে ভোগবিলাসে ব্যস্ত ছিল, বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাও একইভাবে ভোগবিলাসে লিপ্ত। তাঁরা ক্ষমতার অপব্যবহার করছেন।’
আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারসংলগ্ন বালুর মাঠে দরিদ্র মানুষের মধ্যে বিএনপির পক্ষে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন। একাধিক গাড়িও ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তী সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে যাঁরা এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েছেন, তাঁদের এসব আচরণে সংস্কারের যে অ্যাজেন্ডা, তা থেকে আমরা পিছিয়ে পড়ব। যেসব উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন, অন্তর্বর্তী সরকার থেকে তাঁদের পদত্যাগ করা দরকার।’ এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সেই উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান জানান।
টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জহির ব্যাপারী অনুষ্ঠান সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহসভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপদেষ্টা আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা প্রমুখ।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।
২৩ মিনিট আগেনাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
২১ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
১ দিন আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
১ দিন আগে