নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজ মঙ্গলবার সকালে তাঁর নির্বাচনী এলাকা দোহারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি এ নির্বাচনে অংশ না নেওয়ায় অনেকের প্রশ্ন এবারের জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, অংশগ্রহণ মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে, তা নয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণ মূলক হবে।
তিনি আরও বলেন, ‘বিএনপি যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে, তখন আমি অনেক বিদেশির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। তাঁদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমি বিদেশিদের বলেছি, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। তবে শান্তিপূর্ণ হবে কি না তার নিশ্চয়তা দেওয়া যায় না, কারণ বিএনপি যেসব কর্মকাণ্ড করছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে।’
সালমান এফ রহমান দাবি করেন, ‘আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিল বলেই দেশে অনেক বড় বড় অবকাঠামোর উন্নয়ন সম্ভব হয়েছে। এখন সবার ঘরে ঘরে বিদ্যুৎ আছে। অস্বীকারের সুযোগ নেই, আমাদের সবার ব্যক্তিগত জীবনে ক্রয়-ক্ষমতা বৃদ্ধির ফলে অনেক উন্নয়ন হয়েছে।’
তবে, বিএনপি নেতারা আসন্ন নির্বাচন বন্ধ করতে না পেরে যে ধরনের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও শুরু করেছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন আওয়ামী লীগের এই প্রার্থী। সেই সঙ্গে জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সহিংসতাকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন তিনি।
নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে তাঁর নির্বাচনী এলাকার প্রবাসী বাংলাদেশিসহ তরুণ প্রজন্মের জন্য নানা উন্নয়ন প্রকল্পের পরিকল্পনার কথাও জানান সালমান এফ রহমান। তিনি বলেন, ‘দোহার-নবাবগঞ্জের অনেক মানুষ প্রবাসে থাকেন। প্রবাসীরা দেশে ফেরত আসলে কী করবেন তা নিয়ে নানা সমস্যায় পড়েন। তাঁরা কোনো প্রকল্প শুরু করতে চাইলে আমি সহযোগিতা করব। কিংবা বিদেশে যাওয়ার সময় তাঁরা যেন দালালদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারেও সহযোগিতা করা হবে।’ সেই সঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য নানা ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সালমান এফ রহমান বলেন, ‘দোহার-নবাবগঞ্জের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল নদীভাঙন, যা প্রতিরোধে ইতিমধ্যে কাজ শুরু করতে পেরেছি। এটা শেষ হলে এ এলাকার মানুষের স্থায়ী সমস্যার সমাধান হবে। এ ছাড়া আপনাদের সবার দাবি ছিল এলাকায় গ্যাস সংযোগ, সেটাও শুরু হয়ে গেছে এবং দ্রুতই শেষ হবে। তা ছাড়াও কিছু রাস্তাঘাটের কাজসহ যা যা বাকি আছে, পুনরায় নির্বাচিত হলে সব কাজ সম্পূর্ণ করা হবে।’
সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজ মঙ্গলবার সকালে তাঁর নির্বাচনী এলাকা দোহারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি এ নির্বাচনে অংশ না নেওয়ায় অনেকের প্রশ্ন এবারের জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, অংশগ্রহণ মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে, তা নয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণ মূলক হবে।
তিনি আরও বলেন, ‘বিএনপি যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে, তখন আমি অনেক বিদেশির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। তাঁদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমি বিদেশিদের বলেছি, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। তবে শান্তিপূর্ণ হবে কি না তার নিশ্চয়তা দেওয়া যায় না, কারণ বিএনপি যেসব কর্মকাণ্ড করছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে।’
সালমান এফ রহমান দাবি করেন, ‘আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিল বলেই দেশে অনেক বড় বড় অবকাঠামোর উন্নয়ন সম্ভব হয়েছে। এখন সবার ঘরে ঘরে বিদ্যুৎ আছে। অস্বীকারের সুযোগ নেই, আমাদের সবার ব্যক্তিগত জীবনে ক্রয়-ক্ষমতা বৃদ্ধির ফলে অনেক উন্নয়ন হয়েছে।’
তবে, বিএনপি নেতারা আসন্ন নির্বাচন বন্ধ করতে না পেরে যে ধরনের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও শুরু করেছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন আওয়ামী লীগের এই প্রার্থী। সেই সঙ্গে জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সহিংসতাকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন তিনি।
নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে তাঁর নির্বাচনী এলাকার প্রবাসী বাংলাদেশিসহ তরুণ প্রজন্মের জন্য নানা উন্নয়ন প্রকল্পের পরিকল্পনার কথাও জানান সালমান এফ রহমান। তিনি বলেন, ‘দোহার-নবাবগঞ্জের অনেক মানুষ প্রবাসে থাকেন। প্রবাসীরা দেশে ফেরত আসলে কী করবেন তা নিয়ে নানা সমস্যায় পড়েন। তাঁরা কোনো প্রকল্প শুরু করতে চাইলে আমি সহযোগিতা করব। কিংবা বিদেশে যাওয়ার সময় তাঁরা যেন দালালদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারেও সহযোগিতা করা হবে।’ সেই সঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য নানা ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সালমান এফ রহমান বলেন, ‘দোহার-নবাবগঞ্জের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল নদীভাঙন, যা প্রতিরোধে ইতিমধ্যে কাজ শুরু করতে পেরেছি। এটা শেষ হলে এ এলাকার মানুষের স্থায়ী সমস্যার সমাধান হবে। এ ছাড়া আপনাদের সবার দাবি ছিল এলাকায় গ্যাস সংযোগ, সেটাও শুরু হয়ে গেছে এবং দ্রুতই শেষ হবে। তা ছাড়াও কিছু রাস্তাঘাটের কাজসহ যা যা বাকি আছে, পুনরায় নির্বাচিত হলে সব কাজ সম্পূর্ণ করা হবে।’
মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১১ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশন গতকাল তাদের সুপারিশমালা জমা দেওয়ার পর কয়েকটি সুপারিশ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
১৪ ঘণ্টা আগেসংস্কারের বিষয়ে আর কোনো সংকট দেখছে না বিএনপি। এই অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে মনে করছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। সবাই সবার মতামত দিয়েছে। ঐকমত্য কোথায় কোথায় হয়েছে, তা জানতে এক সপ্তাহের...
১৪ ঘণ্টা আগে