Ajker Patrika

খালেদা জিয়া আইনের ফাঁদে পড়েছেন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৯: ৪১
খালেদা জিয়া আইনের ফাঁদে পড়েছেন: ওবায়দুল কাদের

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আইনের ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আপনি (খালেদা জিয়া) আইনের ফাঁদে পড়েছেন, আমরা অপারগ এই একটিমাত্র কারণে। কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে। আইনমন্ত্রী বলেছেন, এরপর এ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তারপরও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

আজ সোমবার লালবাগের নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডে ছয়টি ইউনিটের সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তাঁর মৃত্যু কামনা করি না। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন এটা আমরাও চাই। খালেদা জিয়া অসুস্থ তিনি হাসপাতালে আছেন, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এমনও বলেছি, প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন।’ 

বিএনপির নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ভাবুন, তাঁকে নিয়ে আর রাজনীতি করবেন না। আপনারা তো রাজনীতি করছেন। শুধু খোঁজেন, কোন ইস্যু নিতে হবে। এখন বেগম জিয়ার অসুস্থতার ইস্যু পেয়েছেন। তাঁরা আন্দোলনের ডাক দিয়ে দেখেছেন, কেউ আসে না। নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। বিএনপির নেতারা মাঠে নামে না। আর টেলিফোনে খবর নেয়, পুলিশের গতিবিধি কেমন, এত ভিতু নেতৃত্ব!’ 

কাদের বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে এত মায়াকান্না! অথচ বেগম জিয়ার এ মামলাটা সাত বছর ঝুলিয়ে রেখেছে। অনুপস্থিত, অসুস্থ বলে-বলে এ মামলাটা ঝুলিয়ে রাখছে, সে কারণে মামলার রায় হয়েছে দেরিতে।’ 

ইউপি নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচন উৎসব-উদ্দীপনা, ৭০ থেকে ৭৫ ভাগ ভোটার কেন্দ্রে আসছে। মহিলারা ভোর থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে। সারা দেশে উৎসবমুখর নির্বাচন হচ্ছে।’ 

কিছু বুদ্ধিজীবী, কিছু রাজনীতিক বলেন, মানুষ নাকি আগ্রহ হারিয়ে ফেলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অবশ্য ইউপি নির্বাচনে কিছু অসুস্থ প্রতিযোগিতা আমাদের বিড়ম্বনায় ফেলেছে। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভোটারদের উপস্থিত সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে।’ 

এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত