Ajker Patrika

শিলং থেকে কক্সবাজারে এসেছে নব্য গডফাদার— সালাহউদ্দিনকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ২৩: ৪০
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের ‘নব্য গডফাদার’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে পথসভায় এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি করছে। আবার সে নাকি সংস্কার বোঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বোঝে না, তাদের রাজপথে ঠেকিয়ে দেবেন ইনশা আল্লাহ।’

তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে আজ শনিবার বিকেলে চকরিয়া পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভাঙচুর করেন বিএনপির একদল নেতা-কর্মী। হাজার হাজার বিক্ষুব্ধ নেতা-কর্মী পৌর শহরের সড়কে অবস্থান নেন। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহরের জনতা মার্কেট চত্বরে বিক্ষোভ করেন। তাঁরা পাটওয়ারী ও এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূপ বদরী তাঁর ফেসবুকে লেখেন, ‘জাতীয় নেতা সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে পাটওয়ারীর অশালীন কটূক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।’ পরক্ষণে তিনি আরও একটি স্ট্যাটাসে জেলাবাসীকে শান্ত থাকার ও ধৈর্য্য ধরার অনুরোধ করেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘এনসিপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কক্সবাজারবাসীকে আশাহত করেছে। তিনি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ ফেসবুকে লেখেন, ‘কক্সবাজার সালাহউদ্দিন আহমেদের গোপালগঞ্জ—এটা অনুধাবন করা উচিত ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত