Ajker Patrika

বাবরের ৮ বছরের সাজা বাতিল, মামলা থেকে খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৮: ২৬
বাবরের ৮ বছরের সাজা বাতিল, মামলা থেকে খালাস

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত মামলায় পৃথক ধারায় আট বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চ এ রায় দেন। 

বাবরের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। 

ওই মামলায় লুৎফুজ্জামান বাবরকে পাঁচ বছর ও তিন বছরের কারাদণ্ড দিয়ে ২০২১ সালের ১২ অক্টোবর রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন বাবর। 

মোহাম্মদ শিশির মনির বলেন, লুৎফুজ্জামান বাবরের করা আপিল মঞ্জুর করে সাজা বাতিল করে রায় দিয়েছেন। এর ফলে তিনি সাজা থেকে খালাস পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও ১৩টি মামলা থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না। 

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত