সম্পাদকীয়
‘লন্ড্রিম্যান’ আবদুর রহমানকে নিয়ে যে খবরটি বেরিয়েছে মঙ্গলবারের আজকের পত্রিকায়, সেটি নানা কারণেই দৃষ্টি আকর্ষণ করার মতো। ঘুরেফিরে করোনাই এখানে মূল খলনায়ক, কিন্তু করোনার গ্রাস আবদুর রহমানকে অন্যভাবে ছুঁয়েছে। এই দুঃসময়ে কিন্ডারগার্টেন বন্ধ, কাজ নেই হাতে। তাই তিনি নেমে পড়েছেন কাজে। ছোট্ট একটা দোকান করেছেন, যার নাম দিয়েছেন ‘লন্ড্রিম্যান’। তাঁর অদম্য ইচ্ছাশক্তি দোকানটাকে দিয়েছে প্রাণ।
ঢাকার নিকটবর্তী দোহারের জয়পাড়া ভোকেশনাল রোড মোড়ের এই দোকান এখন হতাশ মানুষের অনুপ্রেরণার জানালা হতে পারে। হতে পারে পুরোনো, প্রচলিত বাক্য—‘কোনো কাজই ছোট নয়’ এর সাক্ষাৎ উদাহরণ। মধুপ্রভাতি কিন্ডারগার্টেনের ধর্মীয় শিক্ষক কেন এমন কাজ করবেন—এ রকম প্রশ্ন যে একেবারেই ওঠেনি, তা নয়। খোদ পরিবারের পক্ষ থেকেই ছিল আপত্তি। কিন্তু নিজের কাজের ইচ্ছাকে ভরাডুবি হতে দেননি আবদুর রহমান। গত বছরের ৮ সেপ্টেম্বর থেকে তিনি লন্ড্রিম্যান।
কত কারণেই না জীবনের গতিপথে পরিবর্তন আসে। কখনো তা নিয়ে যায় সাফল্যের শিখরে, কখনো তা ছুড়ে ফেলে দেয় নিঃস্বতার গহ্বরে। বড় ধরনের বিপর্যয় এলেই কেবল নতুন নতুন ঘটনা আর গল্পের জন্ম হতে থাকে, যার কিছু কিছু একেবারেই আনকোরা। পরিবর্তনগুলোরও থাকে নানা দিক। যেকোনো দুর্দশার পর দেখা যায়, কালোবাজারি বেড়ে যায়, আসে স্বজনপ্রীতি। কোনো কিছু কেনার সারিতে দাঁড়ায় মানুষ, অন্যদিকে এই পণ্যই কালোবাজারির মাধ্যমে পৌঁছে যায় অবস্থাপন্ন মানুষের হাতে। যেকোনো যুদ্ধ শেষে এ ধরনের ঘটনার মুখোমুখি হয় মানুষ। বিশ্বসাহিত্যে এ ধরনের ঘটনার দেখা পাওয়া যাবে অনেক। তবে আবদুর রহমানের যুদ্ধটা করোনার সময়ে।
করোনাও এল যুদ্ধেরই মতো। এ এমন এক শত্রু, যার সঙ্গে সামনাসামনি লড়াই চলে না। অগোচরে তা ঢুকে পড়ে শরীরে, সে যুদ্ধে জয়ী হতে গিয়ে কেউ কেউ নিঃস্ব হয়, হাসপাতালকেই দিয়ে দিতে হয় জীবনের সমস্ত ব্যাংক ব্যালেন্স, তার পরও সেই যুদ্ধে জয়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই। এই সময়ে কত মানুষই তো চাকরি হারাল, কত মানুষ বেছে নিল তুলনামূলকভাবে সস্তা দরের কাজ। কেউ কেউ লজ্জায় মানুষের কাছে হাত পাততে না পেরে হারিয়ে গেল দৃষ্টিসীমা থেকে। গোটা বিশ্বই ভুগল এই অনিশ্চয়তায়।
লন্ড্রিম্যানকে নিয়ে কিছু আপ্তবাক্য আওড়ানো যেত, কিন্তু সেই পথ না মাড়ানোর একটাই কারণ, মানুষটার এই পরিশ্রম, তার কর্মযোগী মনোভাবের শক্তিকে সামান্য সম্পাদকীয়তে বাহ্বা দিলে তা তাঁর টুপিতে সাফল্যের পালক যোগ করবে না। আমরা কেবল বলতে চাইলাম, নিজের স্থবির সময়টাকে কাজের মাধ্যমে অদম্য করে তোলার এই যে চেষ্টা, সেটা কারও স্বীকৃতির অপেক্ষা করে না। সেটা এমনিতেই স্বয়ংপ্রকাশ, সেই আনন্দটাই আমরা নিলাম।
স্কুল, কিন্ডারগার্টেন খুলে যাচ্ছে অচিরেই। আবার ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের পড়াবেন আবদুর রহমান। তাহলে কি জীবনের এই অমূল্য প্রাপ্তিকে বিদায় করবেন তিনি? না, করবেন না। কিন্ডারগার্টেনের কাজ সেরে এখানে এসেই বসবেন তিনি। কাজ করবেন। আরও কিছু ব্যবসার মালামালও রাখছেন দোকানে। বাঁচার এই যে আনন্দটা পাচ্ছেন তিনি, সেটাই আমাদের কথার মূল সুর।
‘লন্ড্রিম্যান’ আবদুর রহমানকে নিয়ে যে খবরটি বেরিয়েছে মঙ্গলবারের আজকের পত্রিকায়, সেটি নানা কারণেই দৃষ্টি আকর্ষণ করার মতো। ঘুরেফিরে করোনাই এখানে মূল খলনায়ক, কিন্তু করোনার গ্রাস আবদুর রহমানকে অন্যভাবে ছুঁয়েছে। এই দুঃসময়ে কিন্ডারগার্টেন বন্ধ, কাজ নেই হাতে। তাই তিনি নেমে পড়েছেন কাজে। ছোট্ট একটা দোকান করেছেন, যার নাম দিয়েছেন ‘লন্ড্রিম্যান’। তাঁর অদম্য ইচ্ছাশক্তি দোকানটাকে দিয়েছে প্রাণ।
ঢাকার নিকটবর্তী দোহারের জয়পাড়া ভোকেশনাল রোড মোড়ের এই দোকান এখন হতাশ মানুষের অনুপ্রেরণার জানালা হতে পারে। হতে পারে পুরোনো, প্রচলিত বাক্য—‘কোনো কাজই ছোট নয়’ এর সাক্ষাৎ উদাহরণ। মধুপ্রভাতি কিন্ডারগার্টেনের ধর্মীয় শিক্ষক কেন এমন কাজ করবেন—এ রকম প্রশ্ন যে একেবারেই ওঠেনি, তা নয়। খোদ পরিবারের পক্ষ থেকেই ছিল আপত্তি। কিন্তু নিজের কাজের ইচ্ছাকে ভরাডুবি হতে দেননি আবদুর রহমান। গত বছরের ৮ সেপ্টেম্বর থেকে তিনি লন্ড্রিম্যান।
কত কারণেই না জীবনের গতিপথে পরিবর্তন আসে। কখনো তা নিয়ে যায় সাফল্যের শিখরে, কখনো তা ছুড়ে ফেলে দেয় নিঃস্বতার গহ্বরে। বড় ধরনের বিপর্যয় এলেই কেবল নতুন নতুন ঘটনা আর গল্পের জন্ম হতে থাকে, যার কিছু কিছু একেবারেই আনকোরা। পরিবর্তনগুলোরও থাকে নানা দিক। যেকোনো দুর্দশার পর দেখা যায়, কালোবাজারি বেড়ে যায়, আসে স্বজনপ্রীতি। কোনো কিছু কেনার সারিতে দাঁড়ায় মানুষ, অন্যদিকে এই পণ্যই কালোবাজারির মাধ্যমে পৌঁছে যায় অবস্থাপন্ন মানুষের হাতে। যেকোনো যুদ্ধ শেষে এ ধরনের ঘটনার মুখোমুখি হয় মানুষ। বিশ্বসাহিত্যে এ ধরনের ঘটনার দেখা পাওয়া যাবে অনেক। তবে আবদুর রহমানের যুদ্ধটা করোনার সময়ে।
করোনাও এল যুদ্ধেরই মতো। এ এমন এক শত্রু, যার সঙ্গে সামনাসামনি লড়াই চলে না। অগোচরে তা ঢুকে পড়ে শরীরে, সে যুদ্ধে জয়ী হতে গিয়ে কেউ কেউ নিঃস্ব হয়, হাসপাতালকেই দিয়ে দিতে হয় জীবনের সমস্ত ব্যাংক ব্যালেন্স, তার পরও সেই যুদ্ধে জয়ী হওয়ার কোনো নিশ্চয়তা নেই। এই সময়ে কত মানুষই তো চাকরি হারাল, কত মানুষ বেছে নিল তুলনামূলকভাবে সস্তা দরের কাজ। কেউ কেউ লজ্জায় মানুষের কাছে হাত পাততে না পেরে হারিয়ে গেল দৃষ্টিসীমা থেকে। গোটা বিশ্বই ভুগল এই অনিশ্চয়তায়।
লন্ড্রিম্যানকে নিয়ে কিছু আপ্তবাক্য আওড়ানো যেত, কিন্তু সেই পথ না মাড়ানোর একটাই কারণ, মানুষটার এই পরিশ্রম, তার কর্মযোগী মনোভাবের শক্তিকে সামান্য সম্পাদকীয়তে বাহ্বা দিলে তা তাঁর টুপিতে সাফল্যের পালক যোগ করবে না। আমরা কেবল বলতে চাইলাম, নিজের স্থবির সময়টাকে কাজের মাধ্যমে অদম্য করে তোলার এই যে চেষ্টা, সেটা কারও স্বীকৃতির অপেক্ষা করে না। সেটা এমনিতেই স্বয়ংপ্রকাশ, সেই আনন্দটাই আমরা নিলাম।
স্কুল, কিন্ডারগার্টেন খুলে যাচ্ছে অচিরেই। আবার ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের পড়াবেন আবদুর রহমান। তাহলে কি জীবনের এই অমূল্য প্রাপ্তিকে বিদায় করবেন তিনি? না, করবেন না। কিন্ডারগার্টেনের কাজ সেরে এখানে এসেই বসবেন তিনি। কাজ করবেন। আরও কিছু ব্যবসার মালামালও রাখছেন দোকানে। বাঁচার এই যে আনন্দটা পাচ্ছেন তিনি, সেটাই আমাদের কথার মূল সুর।
মনজিল মোরসেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী। তিনি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট। জনস্বার্থে এ পর্যন্ত তিনি ২২৫টির বেশি মামলা করে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণে অনন্য ভূমিকা রেখেছেন।
১৭ ঘণ্টা আগেসরকার ১৫ মে ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপন দ্বারা ইউক্যালিপটাস ও আকাশমণিগাছকে আগ্রাসী গাছ হিসেবে ঘোষণা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তিপর্যায়ে বৃক্
১৭ ঘণ্টা আগেখারাপ খবরের ভিড়ে হাঁপিয়ে ওঠা সমাজে যখন ইতিবাচক বা ভালো কোনো সংবাদ খুঁজে পাওয়া দুষ্কর, তখন রংপুরের কাউনিয়ার একটি বিদ্যালয়ে একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানের খবর পড়ে মন ভালো না হয়ে পারে না।
১৭ ঘণ্টা আগে১৬ জুলাই গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটেছে, তা কি খুব অপ্রত্যাশিত ছিল? স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘গোপালগঞ্জের ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু ঘটনা এত বড় হবে, সে তথ্য ছিল না।’ অর্থাৎ ছোটখাটো ঘটনা ঘটবে, সেটা সরকারের জানা ছিল।
২ দিন আগে