Ajker Patrika

এর নাম গণমাধ্যমের স্বাধীনতা

সম্পাদকীয়
এর নাম গণমাধ্যমের স্বাধীনতা

বৃহস্পতিবার গাজীপুরে পরপর দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং আনোয়ার হোসেনকে নির্দয়ভাবে পা থেঁতলে দেওয়ার ঘটনা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে যে, সাংবাদিকদের কাজ ও জীবনের নিরাপত্তা আজ চরম ঝুঁকির মুখে। গণতন্ত্র, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য সাংবাদিকেরা যাঁরা মাঠে কাজ করেন, তাঁদের জীবন আজ অপরাধী চক্রের হাতে অবলীলায় বিপন্ন হয়ে পড়ছে। সবচেয়ে উদ্বেগজনক হলো হামলার সময় অনেক ক্ষেত্রে উপস্থিত মানুষের নীরবতা, এমনকি পুলিশ সদস্যদের প্রাথমিক নিষ্ক্রিয়তা। এই নীরবতা শুধু ভয়ের নয়, বরং অপরাধীদের জন্য এক অঘোষিত প্রশ্রয়ের পরিবেশ তৈরি করে দেয়।

আসাদুজ্জামান তুহিন বিকেলে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করেন—এরপর রাতেই তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এটা নিছক একটি ব্যক্তিগত দ্বন্দ্ব বা দুর্ঘটনা নয়; বরং সাংবাদিকতার কাজের সরাসরি প্রতিশোধ। একইভাবে আনোয়ার হোসেনের ওপর পরিকল্পিত হামলা, ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে হামলাকারীরা যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে—তাদের ধরা সম্ভব নয়, কিংবা ধরা হবে না। আইনের শাসনের প্রতি এই অবজ্ঞা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

টিআইবির সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত এক বছরে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, ২৬৬ জনকে হত্যা মামলার আসামি করা হয়েছে এবং তিনজন নিহত হয়েছেন। এটি কেবল সংখ্যা নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর এক ধারাবাহিক দমন-পীড়নের প্রতিচ্ছবি। গণতান্ত্রিক সমাজে সংবাদপত্রের ভূমিকা হলো ক্ষমতাকে জবাবদিহির মধ্যে আনা; অথচ আমাদের দেশে ক্ষমতার বিভিন্ন স্তর থেকে সাংবাদিকদের ওপর আইনি ও শারীরিক আক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে নোয়াবের (নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাম্প্রতিক উদ্বেগও অত্যন্ত প্রাসঙ্গিক। নোয়াব সঠিকভাবেই বলেছে—সংবাদ বা কনটেন্ট-সংক্রান্ত কোনো বিরোধ আইনি প্রক্রিয়ায় মীমাংসা হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি, বিভিন্ন জায়গায় ‘মব’ তৈরি করে সম্পাদক বা মালিকপক্ষকে হুমকি দেওয়া, পত্রিকার কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা এখন এক বিপজ্জনক প্রবণতায় পরিণত হয়েছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রথম শর্ত—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। হত্যাকাণ্ড ও হামলার প্রতিটি ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীকে দায়িত্ব পালনে আরও জবাবদিহিমূলক ও সংবেদনশীল হতে হবে, যাতে হামলার সময় তারা দর্শকের ভূমিকায় না থাকে। দ্বিতীয়ত, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক ও অর্থনৈতিক চাপমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। ‘মব কালচার’ বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা রোধের জন্য আইনি সংস্কার প্রয়োজন।

সাংবাদিকেরা জনস্বার্থে কাজ করেন, তাঁদের ওপর আক্রমণ মানে গণতন্ত্র ও নাগরিক অধিকারের ওপর আক্রমণ। আমরা যদি চুপচাপ দাঁড়িয়ে দেখি, তাহলে একদিন এই নীরবতার খেসারত গোটা সমাজকেই দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত